হোম > খেলা > ফুটবল

বার্সায় মেসি-অধ্যায় শেষ করতে বলছেন কোমান

আজ শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। ১৭ বছর পর প্রথমবার লিওনেল মেসিকে ছাড়াই নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। এর মধ্যে অবশ্য মেসিবিহীন বার্সেলোনা ৩-০ গোলে জুভেন্টাসকে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে। বার্সা কোচ রোনাল্ড কোমান বলছেন, মেসি-অধ্যায় ভুলে এবার সামনে এগোতে হবে। 

২১ বছর আগে রোজারিও থেকে বার্সেলোনায় এসেছিলেন মেসি। প্রথম তিন বছর বয়সভিত্তিক দলে খেলে ২০০৩ সালে মূল দলে অভিষেক হয়েছিল মেসির। মাঝের এই সময়ে বার্সার জার্সিতে মেসি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেই পথচলা থেমেছে কদিন আগে। 

বার্সায় মেসির এই বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে পিএসজিতে যাওয়ার বিষয়টি দিন শেষে স্বাভাবিকভাবে দেখছেন কোমান। বলেছেন ‘আমাদের বুঝতে হবে একজন খেলোয়াড়ের সবকিছুরই শেষ আছে। এখন এই অধ্যায় (মেসি অধ্যায়) শেষ করে আমাদের সামনে এগোতে হবে। আমাদের নতুন খেলোয়াড়রা এসেছে তাদের নিয়ে নতুন লক্ষ্যে এগোতে হবে।’ 

নতুন মৌসুমে কোমানের আস্থা দলের তরুণদের ওপর। মেসির বার্সা ছাড়া নিয়ে আর না ভেবে মাঠে খেলায় মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন ৫৮ বছর বয়সী এই কোচ। এ নিয়ে কোমান বলেছেন, ‘এ মৌসুমে দলে কিছু তরুণ খেলোয়াড়দের পেয়েছি। আমরা এখন ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আমরা কাজ করছি। এসব দিকেই মনোযোগ দেওয়া এখন বেশি গুরুত্বপূর্ণ, গত কয়েক দিনে কী হয়েছে সেটা আমাদের ভুলতে হবে।’ 

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি