হোম > খেলা > ফুটবল

মেসি হঠাৎ কী উপহার পেয়ে এত আনন্দিত

ক্রীড়া ডেস্ক    

ক্লাব বিশ্বকাপ খেলতে গিয়ে হেলমেট উপহার পেয়েছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

দুর্দান্ত পারফরম্যান্সে ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অনেক কিছু দিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। উপহারও একেবারে কম পাননি আর্জেন্টাইন এই ফুটবলার। তবে এবার তিনি এমন এক উপহার পেয়েছেন, যা রীতিমতো চমক জাগানিয়া।

ফুটবল মাঠে সাধারণত হেলমেটের কোনো কাজ থাকে না। আর মেসির হাতে হঠাৎ একটি হেলমেট দেখা গেছে। সেটি পেয়ে আর্জেন্টিনার তারকা ফুটবলারকে অনেক আনন্দিত দেখা গেছে। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়েছে দ্রুতই। মেসিকে এই হেলমেট উপহার দিয়েছেন রেসিং প্রতিযোগিতা ফর্মুলা ওয়ানের ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তো। ফর্মুলা ওয়ানের কোলাপিন্তো আর্জেন্টাইন হওয়ায় স্বদেশি তারকার সঙ্গে দেখা করেছেন। কানাডিয়ান গ্রাঁ প্রিতে অংশ নিতে মন্ট্রিয়লে যেতে হয় কোলাপিন্তোকে। ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে গিয়ে পরশু কোলাপিন্তো হেলমেটটি উপহার দিয়েছেন মেসিকে। আর্জেন্টাইন তারকা ফুটবলার হেলমেট পেয়ে প্রাণ খুলে হেসেছেন।

মেসিকে উপহার দেওয়া হেলমেটকে সৌভাগ্যের প্রতীক মনে করছেন কোলাপিন্তো। ২০২২ বিশ্বকাপ জয়ী ফুটবলারকে শুভকামনা জানিয়ে হেলমেটের ওপর কোলাপিন্তো লিখেছেন, ‘আপনি যে আনন্দ দিয়েছেন, যা শিখেছি আপনার কাছ থেকে, সবকিছুর জন্য ধন্যবাদ। শুভকামনা।’ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেসিকে হেলমেট উপহার দেওয়ার ছবি পোস্ট করেছেন কোলাপিন্তো।

যে হেলমেট পরশু মেসিকে উপহার দিয়েছেন কোলাপিন্তো, সেই হেলমেট গত বছর ফর্মুলা টুতে পরেছিলেন। সেই প্রতিযোগিতায় জিতে ফর্মুলা ওয়ানে জায়গা করে নিয়েছিলেন আর্জেন্টাইন এই ফর্মুলা ওয়ান তারকা। দুজনের বিনিময়ের ঘটনা এবারই প্রথম নয়। নিজের অটোগ্রাফ সংবলিত আর্জেন্টিনা দলের একটি অনুশীলন জার্সি মেসি গত বছর উপহার দেন কোলাপিন্তোকে। সেই জার্সি পেয়ে কয়েক দিনের মধ্যে ফর্মুলা টু পার করে ফর্মুলা ওয়ানে জায়গা করে নিয়েছিলেন কোলাপিন্তো।

ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। বাংলাদেশ সময় রোববার ‘এ’ গ্রুপের ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট। গোলশূন্য ড্র হওয়ায় দুই দলের জন্যই নকআউটে ওঠা এখন অনেক কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল হচ্ছে পোর্তো ও পালমেইরাস। মায়ামির পরের ম্যাচ ১৯ জুন পোর্তোর বিপক্ষে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মায়ামি-পোর্তো ম্যাচ। সেদিনই বাংলাদেশ সময় রাত ১০টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে পালমেইরাস-আল আহলি ম্যাচ।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন