হোম > খেলা > ফুটবল

কনসার্টে ‘বন্দুকযুদ্ধে’ ফুটবলারের স্ত্রীর মৃত্যু

কনসার্ট দেখতে গিয়ে ‘বন্দুকযুদ্ধের’ মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন প্যারাগুয়ের শীর্ষ এক ফুটবলারের স্ত্রী। ক্রিস্টিনা ভিতা আরান্দা নামের সেই নারী ক্লাব অলিম্পিয়ার ফুটবলার ইভান তোরেসের স্ত্রী। ক্রিস্টিনা পেশায় একজন মডেল। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অলিম্পিয়ার লেফট-ব্যাক তোরেসও সেই কনসার্টে উপস্থিত ছিলেন বলে। গুলিবিদ্ধ স্ত্রীকে হাসপাতালে নিতে সহায়তাও করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

কদিন আগেই তোরেসের সঙ্গে ১০ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন ক্রিস্টিনা। 

জানা গেছে, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের হোসে ফ্লোরেস অ্যাম্ফিথিয়েটারে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। 

ক্রিস্টিনা ছাড়া মার্কোস ইগনাসিও রোহাস নামে আরও এক ব্যক্তি এই ঘটনায় মারা গেছেন। এ ছাড়া ২৩ থেকে ৪০ বছর বয়সী আরও চারজন ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন। বর্তমানে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

প্যারাগুয়ের ক্লাব চেরো পোর্টেনোর হয়ে ক্যারিয়ার শুরু করেন ইভান। ২০১৪ সালের ডিসেম্বর থেকে অলিম্পিয়ার হয়ে খেলছেন তিনি। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিনি অক্ষত থাকলেও স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিস্টিনা বেশ জনপ্রিয় মুখ। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার। মৃত্যু চারদিন আগেও ইনস্টগ্রামে নিজের ব্যায়াম করার ছবি পোস্ট করেন তিনি। এর মাঝে তোরেস ও ক্রিস্টিনা দম্পতির বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়ে। 

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো