হোম > খেলা > ফুটবল

রোনালদোকে নিতে আগ্রহী নাপোলি!

ম্যানচেস্টার ইউনাইটেডের পরিবেশ যেন ক্রমশই ‘বিষাক্ত’ হয়ে উঠছে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। একাদশে তো নিয়মিত সুযোগ তো পাচ্ছেনই না, এমনকি কোচ এরিক টেন হাগের সঙ্গেও সম্পর্কে ধরেছে ফাটল। তাতে ইউনাইটেডে রোনালদোর থাকার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে, সিরি-‘আ’-এর এক ক্লাব আগ্রহ দেখিয়েছে পর্তুগিজ এই তারকা ফুটবলারের প্রতি।

২০২২-২৩ মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না রোনালদোর। ইউনাইটেডের জার্সিতে এই মৌসুমে খেলেছেন ১২ ম্যাচ। ১২ ম্যাচে করেছেন ২ গোল এবং ১ অ্যাসিস্ট। তাছাড়া ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়ার মতো ঘটনাও ঘটিয়েছেন পর্তুগিজ এই উইঙ্গার। যত দিন যাচ্ছে, ইউনাইটেড ছাড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। তাঁকে দলে নিতে বেশি আগ্রহ প্রকাশ করেছে নাপোলি। ইতালিয়ান এই ক্লাবটি গ্রীষ্মকালীন মৌসুম থেকেই তাঁকে নিতে আগ্রহ দেখাচ্ছে। যদিও পাকাপাকি কোনো কথা হয়নি।

সিরি ‘আ’ তে এর আগেও খেলেছেন রোনালদো। ২০১৮ থেকে ২০২১-এই তিন বছর খেলেছেন জুভেন্টাসের হয়ে। ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। ক্লাব ফুটবল ইতিহাসে এই তো কয়েকদিন আগে প্রথম ফুটবলার হিসেবে করেছেন ৭০০ গোল। সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী