হোম > খেলা > ফুটবল

৪৮ ঘণ্টার মধ্যেই মেসি–পিএসজি চুক্তি!

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণা আসার পর থেকেই সবার চোখ ছিল তাঁর নতুন গন্তব্যের দিকে। শুরুতে ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নাম আসলেও এখন সে তালিকায় কেবলই পিএসজি। পিএসজিতে যাওয়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন মেসি নিজেও। নতুন খবর হচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মেসির সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি। 

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মেসির সঙ্গে পিএসজির চুক্তি সম্পন্ন হওয়ার খবরটি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য আতলেতিক। তাদের খবর অনুযায়ী, চুক্তির ব্যাপারে মেসি নিজেই পিএসজি কোচ মাউরিসিউ পচেত্তিনোর সঙ্গে সরাসরি কথা বলেছেন। 

দুই পক্ষের ফলপ্রসূ আলোচনার পর পিএসজি এখন দ্রুত মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী। চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত আরেকটি সূত্র অবশ্য বলেছে, চুক্তি সম্পন্ন হতে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। তবে সব মিলিয়ে এই চুক্তি সম্পন্ন হওয়া এখন কেবলই সময়ের অপেক্ষা। 

এর আগে, বার্সেলোনার সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার আগ মুহূর্তে হঠাৎ সবকিছু উল্টো দিকে মোড় নেয়। বার্সা কর্তৃপক্ষ জানায়, মেসি ও বার্সেলোনা দুই পক্ষই চুক্তি চূড়ান্ত করার ঐকমত্যে পোঁছানোর পরেও লা লিগার নীতিমালার কারণে মেসি ধরে রাখা সম্ভব হচ্ছে না।

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ