হোম > খেলা > ফুটবল

সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে কোথায় নতুন বছর উদ্‌যাপন করলেন নেইমার

ক্রীড়া ডেস্ক    

২০২৪ শেষে, এল ২০২৫। বিশ্বের বিভিন্ন প্রান্তে আড়ম্বরে উদ্‌যাপন হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট’। খেলোয়াড়েরাও কী করে বাদ দিতে পারেন এমন মুহূর্ত! ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তাঁর সন্তানসম্ভবা প্রেমিকাকে নিয়ে নতুন বছর উদ্‌যাপন করেছেন।

সামাজিক মাধ্যমে চোখ পড়তেই আজ দেখা গেছে খেলোয়াড়দের নতুন বছর উদ্‌যাপনের ছবি। বেশির ভাগই পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করেছেন। নেইমার সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন করেছেন। বিয়ানকার্দির পরিবারের সঙ্গে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। আরব সাগরের পাশে উঁচু দালানকোঠার ওপর রঙিন আলো পরিবেশটাকে করেছে আরও নজরকাড়া।

আমিরাতের কোথায় নেইমার ও তাঁর প্রেমিকা বিয়ানকার্দি নতুন বছর উদ্‌যাপন করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে জায়গার নাম দেওয়া দুবাই। আবার কোনো কোনো ওয়েবসাইটে লেখা আবুধাবিতে থার্টি ফার্স্ট নাইট নেইমার উদ্‌যাপন করেছেন বিয়ানকার্দির সঙ্গে।

নতুন বছর উদ্‌যাপন করতে গিয়ে মার্কো ভেরাত্তির সঙ্গেও দেখা হয়েছে নেইমারের। ভেরাত্তি, নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) একসময় সতীর্থ ছিলেন। কাতারের আল আরাবি এসসি ক্লাবে ভেরাত্তি এখন খেলছেন। নেইমার আছেন আল হিলালে। যদিও চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে সেভাবে খেলতেই পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড।

মার্কো ভেরাত্তির সঙ্গেও আমিরাতে দেখা হয়েছে নেইমারের। ছবি: ইনস্টাগ্রাম

২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে বড়দিন উদ্‌যাপন করেছিলেন নেইমার ও বিয়ানকার্দি। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ২০২৩ সালে ম্যাভি নামে কন্যা সন্তান বিয়ানকার্দি জন্ম দেওয়ার পর তাঁরা (নেইমার-বিয়ানকার্দি) ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা