হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার কোপা জয়ের নায়ককে দলে ভেড়াল আতলেতিকো মাদ্রিদ

রদ্রিগো দি পলকে দলে নিতে আতলেতিকো মাদ্রিদ চেষ্টা চালিয়ে আসছিল অনেক দিন ধরেই। অবশেষে সফল হয়েছে ক্লাবটি। ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে আতলেতিকোতে আসা দি পল ২০২৬ সাল পর্যন্ত খেলবেন ক্লাবটির হয়ে। কাল এক বিবৃতিতে আতলেতিকো বিষয়টি নিশ্চিত করেছে।

দি পলের আতলেতিকোয় যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন দিয়েগো সিমিওনে। ২০১৩ সালেই দি পলকে চোখে লেগেছিল সিমিওনের। দি পলের এজেন্ট অগাস্টিন জিমেনেসের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলেন সিমিওনে।

কোপা আমেরিকায় দি পলের দুর্দান্ত পারফরম্যান্সের পর আর দেরি করেননি সিমিওনে। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে ছিলেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ফাইনালে দি পলের বাড়ানো বল জালে জড়িয়েই আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা–খরা ঘুচিয়েছেন আনহেল দি মারিয়া। দি পল গোল করেছিলেন ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও।

সর্বশেষ মৌসুমে উদিনেসের হয়ে আলো ছড়িয়েছেন দি পল। নিজে নয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। উদিনেসের হয়ে দি পল খেলেছেন পাঁচ বছর। এই সময়ে ১৮৪ ম্যাচে তিনি করেছেন ৩৪ গোল, গোলে সহায়তা করেছেন ৩৬টি। ক্লাব ক্যারিয়ারে এর আগে দুই বছর খেলেছিলেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়।

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস