হোম > খেলা > ফুটবল

স্পার্সকে হারানো ভিলার প্রশংসায় মার্তিনেজদের কোচ

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম ও অ্যাস্টন ভিলা দল দুটির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। পয়েন্ট, পয়েন্ট তালিকায় অবস্থানের দিক থেকে টটেনহাম এগিয়ে রয়েছে অনেক ব্যবধানে। হটস্পার স্টেডিয়ামে টটেনহামকে গতকাল ২-০ গোলে হারিয়েছে ভিলা। স্পার্সকে হারানোয় প্রশংসা করেছেন ভিলার কোচ উনাই এমেরি। 

টটেনহামের বিপক্ষে গতকাল অ্যাস্টন ভিলার একাদশে ছিলেন না এমিলিয়ানো মার্তিনেজ। এমনকি বদলি হিসেবেও খেলানো হয়নি গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষককে। তারপরও একটা গোলও হজম করেনি ভিলা। ৬০ শতাংশ বল দখলে রেখেও টটেনহাম থেকে গেছে পরাজিত দলে। স্পার্সকে ২-০ গোলে হারানোর ম্যাচে গোল করেন ডগলাস লুইজ ও এমিলিয়ানো বুন্দিয়া। ভিলার প্রশংসা করে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমেরি বলেন, ‘আমরা খুব খুশি।

বেশ প্রতিযোগিতা করেছি। স্পার্স আমাদের ওপর বারবার আক্রমণ করছিল এবং আমাদের অ্যাটাকিং থার্ডের একটা অপশন ছিল। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে দারুণ অবদান রেখেছে। তিন পয়েন্ট যোগ করতে পেরে ভালো লাগছে।’

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৭টি করে ম্যাচ খেলেছে টটেনহাম ও অ্যাস্টন ভিলা। ৯ জয়, ৩ ড্র ও ৫ পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে স্পার্স। আর ৬ জয়, ৩ ড্র ও ৮ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে ভিলা। 

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি