হোম > খেলা > ফুটবল

৩০ কোটির মাইলফলকে রোনালদো

ঢাকা: ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে।’ গত মাসে ক্রিস্টিয়ানো রোনালদো ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছিলেন। কথাটা রোনালদো অবশ্য ভুল বলেননি। মাঠে একের পর এক রেকর্ড গড়ে যেমন জনপ্রিয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। আজ ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ৩০০ মিলিয়নের (৩০ কোটি) মাইলফলক ছুঁয়েছেন সিআরসেভেন।
 
এবারের ইউরো খেলার আগেই অনেক রেকর্ড হাতছানি দিচ্ছিল রোনালদোর সামনে। ১৫ জুন বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমেই প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড গড়েছিলেন। শুধু তাই নয়, ম্যাচের শেষের দিকে জোড়া গোল করে ছাড়িয়ে গিয়েছিলেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে। ১১ গোল করে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। আজ ইনস্টাগ্রামে ৩০ কোটির মাইলফলক ছুঁয়ে প্রমাণ করলেন, মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমান জনপ্রিয়। এই তালিকায় ২৬০ মিলিয়ন (২৬ কোটি) অনুসারী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান অভিনেতা দ্য রক।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে আসতে দেখা গেছে রোনালদোকে। সে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনকে দিন তাঁর ভক্ত-অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। গত বছরের ২০ জানুয়ারি ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন (২০ কোটি) অনুসারীর রেকর্ড গড়েছিলেন রোনালদো। দেড় বছরের মধ্যে ১০০ মিলিয়ন ভক্ত বেড়েছে রোনালদোর।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া