হোম > খেলা > ফুটবল

মদ পান করে গাড়ি চালানোয় ব্রাজিলিয়ান ফুটবলার বরখাস্ত

পালমেইরাসে রেনান ভিক্তর দা সিলভা পেশাদারি ক্যারিয়ার শুরু করেছেন বেশি দিন হয়নি। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছেন। হয়তো একদিন ইউরোপের কোনো বড় ক্লাবে ডাক পেতেন কিংবা অভিষেক হয়ে যেত জাতীয় দলে। 

ব্রাজিলের সাও পাওলোর ক্লাবটির হয়ে ২০২০ সালে পেশাদারি ফুটবলে অভিষেক হয় রেনানের। কিন্তু ক্যারিয়ার গড়ার সময়টাতে বড় ধরনের ধাক্কা খেলেন রেনান। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে ২০ বছর বয়সী সেন্টার-ব্যাককে ছেড়ে দিয়েছে পালমেইরাস। এই মৌসুমে ধারে রেড বুল ব্রাগানতিনোর হয়ে খেলছিলেন রেনান। তবে এমন অভিযোগ পেয়ে ক্লাবটিও চুক্তি বাতিল করেছে তাঁর সঙ্গে। 

কেবল মদ্যপানই করেননি রেনান, মাতাল অবস্থায় লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকেও মেরে ফেলেছেন তিনি। রেনান এই দুর্ঘটনা ঘটান সাও পাওলোতে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ভুল লেনে গাড়ি তুলে দিয়ে মোটরবাইকে বিপরীত দিক থেকে আসা ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা দেন এই ডিফেন্ডার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই হত্যাকাণ্ডের জন্য রেনানকে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। আপাতত প্রায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে জামিনে আছেন তিনি। 

ব্রাজিলের প্রতিশ্রুতিশীল ফুটবলারদের একজন রেনান। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি। পালমেইরাসের হয়ে ব্যাক-টু-ব্যাক কোপা লিবার্তোদোরেসও জিতেছেন এই তারকা। 

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক