হোম > খেলা > ফুটবল

ধর্ষণের অভিযোগ এমবাপ্পের বিরুদ্ধে, চিন্তিত দেশম 

ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের মতো তারকাদের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। এবার একই অভিযোগের আঙুল উঠল কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধেও। এএফপি জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্তে নেমেছে সুইডিশ পুলিশ। 

তবে খবরটি উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘খবরটি মিথ্যা’। তবে ফরাসি ফরোয়ার্ডের বিরুদ্ধে এমন খবরে চিন্তিত দিদিয়ের দেশম। ফ্রান্সের কোচ মনে করেন, এমবাপ্পের ধর্ষণের প্রতিবেদন দলের জন্য ভালো হবে না। 

গত সোমবার সুইডেনের সংবাদমাধ্যম আফোনব্লাদেতে স্টকহোমে এক তরুণীকে ধর্ষণের অভিযোগের খবর বেরোয়। অবশ্য এই ধর্ষণের সঙ্গে জড়িতের নাম প্রকাশ করা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে নাম এসেছে ২৫ বছর বযসী এমবাপ্পের। পত্রিকাটি লিখেছে, ‘প্রাপ্ত তথ্য অনুসারে, পুলিশ সেই তারকার বিরুদ্ধে তদন্ত করছে, যাকে ধর্ষণ ও যৌন নিপীড়নের জন্য যুক্তিসংগতভাবে সন্দেহ করা হচ্ছে।’ 

খবরটি প্রকাশ্যে আসার পর এমবাপ্পে সেটি উড়িয়ে পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে। আর গত রাতে উয়েফা নেশনস লিগে ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর দেশম বলেছেন, ‘সবার লেখার স্বাধীনতা আছে। তবে এর নেতিবাচক প্রভাবও আছে। খবর বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন।’ ঊরুর চোটে পড়ায় ম্যাচটিতে খেলেননি এমবাপ্পে। 

আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে খেলতে না পারা এমবাপ্পে গত সপ্তাহে সুইডেন সফরে যান। ছিলেন স্টকহোমের ব্যাংক হোটেলে। এমনটাই জানিয়েছে মেইল অনলাইন।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক