হোম > খেলা > ফুটবল

‘ফ্রান্সে প্রাপ্য সম্মান পাননি মেসি’

প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর স্বস্তির খোঁজে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ফরাসি চ্যাম্পিয়নরাও সে সময় স্কোয়াডে তারার হাট বসিয়ে ইউরোপীয় ফুটবলে শ্রেষ্ঠত্ব দেখানোর পরিকল্পনা করেছিল। কিন্তু দুই পক্ষের কারও কোনো আশা পূর্ণ হয়নি।

উল্টো নিজেদের সম্পর্ক শেষের সময় দুই পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। যার জেরে পিএসজির সঙ্গে নতুন চুক্তি না করে ক্লাব ছাড়ার ঘোষণা দেন মেসি। কিছুদিন আগে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। খুব শিগগিরই মেজর লিগ সকারের ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেলবেন তিনি। তাঁর মতো কিংবদন্তির এভাবে চলে যাওয়ায় অখুশি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার মতে, মেসি প্রাপ্য সম্মান পাননি ফ্রান্সে।

নিজেও পিএসজির সঙ্গে নতুন চুক্তি না করার ঘোষণা দিয়েছেন এমবাপ্পে। নিজের চুক্তির বিষয়ে ইতালির সংবাদমাধ্যম লা গাজ্জেতা দেলো স্পোর্টের সঙ্গে কথা বলার সময় মেসি সম্পর্কে এমনটিই জানিয়েছেন এই স্ট্রাইকার। তিনি বলেছেন, ‘বুঝতে পারছি না মেসির চলে যাওয়ায় মানুষ কেন এত স্বস্তি পাচ্ছে। সে ফ্রান্সে প্রাপ্য সম্মান পায়নি।’

এমবাপ্পের অভিমত যথার্থই। মেসিকে কখনোই আপন করে নেননি পিএসজির সমর্থকেরা। ম্যাচ চলাকালীন বিভিন্ন সময়ে আর্জেন্টাইন অধিনায়ককে দুয়ো দিয়েছেন ক্লাবের কিছু কট্টরপন্থী সমর্থক। মাঝে ক্লাবের অনুমতি না নিয়ে তাঁর সৌদি আরবে সফর নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। এ ঘটনার পর তাঁকে আর সহ্য করতে পারেনি কট্টরপন্থী সমর্থকেরা। এমনকি তাঁকে ক্লাবছাড়া করার জন্য আন্দোলনও করে উগ্র সমর্থকগোষ্ঠী।

পিএসজিতে মেসির সঙ্গে দুই মৌসুম খেলেছেন এমবাপ্পে। সাবেক বার্সেলোনা তারকার সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে লিওকে সেরা খেলোয়াড়ও বলেছেন তিনি। ২৪ বছর বয়সী তারকা বলেছেন, ‘সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। মেসির মতো খেলোয়াড়ের এভাবে চলে যাওয়া কখনো ভালো খবর নয়।’

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা