হোম > খেলা > ফুটবল

কেন আর্জেন্টিনার মার্তিনেজের শাস্তি চাইল কলম্বিয়া 

আর্জেন্টিনার ম্যাচ হলে এমিলিয়ানো মার্তিনেজ কি আলোচনায় না এসে থাকতে পারেন!  চীনের মহাপ্রাচীর হয়ে সামলান গোলবার। এরই মধ্যে পেয়ে গেছেন ‘বাজপাখি’ উপাধি। এবার মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ভিন্ন এক ঘটনায় তাঁর শাস্তির দাবি করল কলম্বিয়া।  

ঘটনা মূলত আর্জেন্টিনা-কলম্বিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে। মেট্রোপলিটানো স্টেডিয়ামে পরশু রাতে ম্যাচ শেষে কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে হাত মেলান মার্তিনেজ। তখন জনি জ্যাকসন নামে এক ক্যামেরাম্যানকে দেখে ক্যামেরার ওপরই থাপ্পড় মেরে বসেন মার্তিনেজ। তখন ক্যামেরাসহ তৎক্ষণাৎ জ্যাকসন পড়ে যান বলে জানা যায়। এমন ঘটনায় আর্জেন্টাইন গোলরক্ষকের কঠিন শাস্তি দাবি করে কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন (অ্যাকর্ড) গত রাতে এক বিবৃতিতে বলেছে, ‘ম্যাচ শেষে ক্যামেরাম্যানের প্রতি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ যে আক্রমণাত্মক আচরণ করেছেন, সেটা প্রত্যাখ্যান করছে অ্যাকর্ড কলম্বিয়া।  দেশের ক্রীড়া সাংবাদিকতার প্রতিনিধি  হিসেবে অ্যাকর্ড ফিফার কাছে এমিলিয়ানো মার্তিনেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।’ 

মার্তিনেজ যা করেছেন, সেটাকে বাক্‌স্বাধীনতার ওপর আক্রমণ বলে দাবি করেছে অ্যাকর্ড। কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধি হিসেবে অ্যাকর্ড বলেছে, ‘ক্যামেরাম্যানের যন্ত্রপাতি ফেলে দেওয়া বাক্‌স্বাধীনতার ওপর আক্রমণ। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। নতুন প্রজন্মের কাছে উদাহরণ হওয়ার মতো কেউ নন।’

টানা ১২ ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার জয়রথ থামল পরশু। আর্জেন্টাইনদের ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। তাতে কলম্বিয়া নিয়েছে ২০২৪ কোপা আমেরিকায় ফাইনাল হারের ‘প্রতিশোধ’। টানা ম্যাচ জিততে থাকা আর্জেন্টিনার এই হার হয়তো হজম করতে পারেননি মার্তিনেজ। সে কারণেই কিনা ক্যামেরাম্যানের ওপর আক্রমণ। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, কলম্বিয়ার একটি পেনাল্টি বিতর্কিত থাকার কারণেই রাগ হয়েছিলেন মার্তিনেজ। 

যে কারণেই মার্তিনেজ আক্রমণাত্মক হয়ে থাকুন না কেন, আর্জেন্টাইন গোলরক্ষককে হতাশ হতে না করেছেন জ্যাকসন। এক ভিডিও বার্তায় জ্যাকসন বলেন, ‘দিবু, আমি তোমাকে মাথা ঠান্ডা রাখতে বলছি। সবাই জীবনে ম্যাচ হেরেছে। এই হারে হয়তো তুমি বেশি কষ্ট পেয়েছ। কিন্তু সব ভুলে সামনে এগিয়ে যাও।’

জ্যাকসন  কলম্বিয়ার কারাকল টিভি ও আরসিএন দেপোর্তেসের ক্যামেরাম্যান হিসেবে মূলত কাজ করেন। মাঠে গিয়ে মার্তিনেজের সঙ্গে ম্যাচ নিয়ে কথা বলতে যেতেই আঘাত পেয়েছেন জ্যাকসন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে  ক্যামেরাম্যান বলেন, ‘শেষ বাঁশি বাজার পর ক্যামেরাম্যান হিসেবে মাঠে গিয়ে প্রতিক্রিয়া নেওয়াই ছিল আমার কাজ।  তার কাছে এগিয়ে যেতেই আঘাত করল। এতে খুব রাগ হয়েছিল। কারণ তার মতো আমিও নিজের কাজ করছিলাম।’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল