চলছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে ম্যাচ চলার সময় ইফতারের করতে ইংলিশ প্রিমিয়ার লিগে বিশেষ বিরতি আছে। তবে ফ্রান্সের লিগ ওয়ানে এ সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা।
ম্যাচের সময় মুসলিম খেলোয়াড়দের ইফতার করতে খেলার মাঝে বিরতি দেওয়ার রীতি আছে। লিভারপুলের মিসরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ, চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলা কান্তে ও ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজসহ অনেক মুসলিম ফুটবলার আছেন, যাঁরা রমজান মাসের ইফতারের বিরতি নেন। তবে মেসিদের ফ্রেঞ্চ লিগে খেলা ফুটবলাররা ইফতার করতে বিশেষ এই বিরতি পাচ্ছেন না। বিষয়টি নিয়ে ফ্রেঞ্চ রেফারি কমিটির প্রধান এরিক বোরগিনি এএফপিকে বলেছেন, ‘সবকিছু করার নির্দিষ্ট সময় থাকে। খেলার জন্য আলাদা সময় এবং ধর্মীয় বিধি মানার জন্য নির্দিষ্ট সময় থাকে। নিয়ম অনুযায়ী ফ্রান্স ফুটবলে ধর্মনিরপেক্ষতা সম্মানের চোখে দেখা হয়।’
ফ্রেঞ্চ লিগে নিসের কোচ দিদিয়ার দিগার্ড অবশ্য ইফতারির বিরতি না থাকার মধ্যে নেতিবাচক কিছু দেখছেন না। তিনি বলেছেন, ‘তারা বিরতি দিচ্ছে না বলে কেউ কিছু মনে করছে না। কারণ আমরা কোনো মুসলিম প্রধান দেশ নয়।’ যদিও তিনি জানিয়েছেন, বিরতির অনুমতি দিলে ভালো হতো।
আন্তর্জাতিক বিরতির সময় ফ্রান্স জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দেরও কিছুদিন রোজা না রাখার কথা বলেছিল ফ্রান্স। যদিও রোজা না রাখতে কাউকে জোর করা হচ্ছে না বলে দাবি ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লেকিপের। যেখানে ফ্রান্সে খেলেন করিম বেনজেমা, পল পগবা, উসমান দেম্বেলে, এনগোলো কান্তের মতো মুসলিম ফুটবলাররা।