হোম > খেলা > ফুটবল

মেসির সঙ্গে তুলনায় আপত্তি ইয়ামালের

ক্রীড়া ডেস্ক    

রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছেন লামিন ইয়ামালরা। ছবি: এএফপি

সকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা শুনেছেন ইয়ামাল।

লা মাসিয়া থেকে বেড়ে উঠে বার্সেলোনাতেই খেলার সুবাদে তাঁকে অনেক সময় তুলনা করা হয় মেসির সঙ্গে। তবে এবার নিজেই এই তুলনা নিয়ে মুখ খুলেছেন ইয়ামাল।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে তুলনাকে সরাসরি উড়িয়ে দেন তিনি। মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় উল্লেখ করে স্প্যানিশ ফরোয়ার্ড বলেন, ‘আমি নিজেকে তাঁর (মেসির) সঙ্গে তুলনা করি না, আমি নিজেকে কারও সঙ্গে তুলনা করি না—আর মেসির সঙ্গে তো আরও কম। আমি শুধু (খেলা) উপভোগ করতে চাই এবং নিজের মতোই থাকতে চাই।’

বার্সেলোনার সুপারকোপা দে এস্পানিয়া এবং কোপা দেল রে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগায়ও শিরোপা দৌড়ে এগিয়ে আছেন তাঁরা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে ইয়ামালের দল। আজও নিশ্চয়ই নিজেকে নিংড়ে দিতে চাইবেন তিনি।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ