হোম > খেলা > ফুটবল

মেসিকে বরণ করে নেওয়ার সময় জানাল মিয়ামি

ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তির ঘোষণা অনেক আগে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি। তবে জানা গিয়েছিল ২১ জুলাই মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের হয়ে অভিষেক হবে আর্জেন্টাইন অধিনায়কের।

গতকাল সমর্থকদের নতুন এক সুসংবাদ জানিয়েছে মিয়ামি। মেসিকে বরণ বা পরিচয় করে দেওয়ার তারিখ জানিয়েছে ক্লাব। আগামী ১৬ জুলাই মিয়ামি নিজেদের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে। সেদিনই সাতবারের ব্যালন ডি অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে মিয়ামি।

তবে শুধু মেসিই নন, তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্ডি আলাবাকেও পরিচয় করিয়ে দেবে মিয়ামি। যদিও এখন পর্যন্ত আলাবার সঙ্গে চুক্তি হয়নি মিয়ামির। সঙ্গে থাকছেন বার্সেলোনায় তাঁদের গুরু হিসেবে কাজ করা আর্জেন্টাইন কোচ টাটা মার্তিনেজও। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্যে দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠান সূচি রেখেছে ক্লাব। সবাইকে পরিচয় করি দেওয়ার তারিখ ঘোষণা করলেও মেসির চুক্তির বিষয়ে এখনো কিছু জানায়নি তারা।

মেসির চুক্তির বিষয় মিয়ামি কিছু না জানালেও ২১ তারিখের আগেই যে দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে তা নিশ্চিত। কারণ এই তারিখে লিগ কাপে অভিষেক হবে মেসির। ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচটি ডিভিআর পিএনকে স্টেডিয়ামে হবে।

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের