হোম > খেলা > ফুটবল

কানাডা-যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে পারেন আপনিও

ক্রীড়া ডেস্ক    

আপনিও হতে পারেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবী। ছবি: ফিফা

২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।

ফিফা আশা করছে, আগামী বিশ্বকাপে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন। ছয় সপ্তাহ ধরে ১৬টি শহরে ৪৮ দলের সম্প্রসারিত ফরম্যাটে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টে স্বেচ্ছাসেবীরা স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেল ও আরও অনেক কিছুর মতো অফিশিয়াল ও বেসরকারি সাইটে ২৩টি কার্যকরী এলাকায় সহায়তা দেবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘স্বেচ্ছাসেবীরা হলেন ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি, আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে উত্তর আমেরিকায় বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন।’

ফিফা সব পটভূমি ও দক্ষতার স্বেচ্ছাসেবীদের স্বাগত জানাতে ইচ্ছুক। শিক্ষার্থী থেকে অবসরপ্রাপ্ত, প্রথমবারের খেলোয়াড় থেকে শুরু করে অভিজ্ঞ খেলোয়াড়দের সুযোগ দিতে চায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে। আগের স্বেচ্ছাসেবার অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনের সময় আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে এবং আয়োজক দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার যোগ্য হতে হবে এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। মেক্সিকোতে ইংরেজি ও স্প্যানিশ ভাষা কাম্য; কানাডায় ফরাসি ভাষাকে একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ব সম্প্রদায়কে স্বাগত জানাতে চাইলে যেকোনো অতিরিক্ত ভাষায় দক্ষতা একটি বাড়তি যোগ্যতা।

  • আবেদনের সময়সীমা: আগস্ট-সেপ্টেম্বর ২০২৫।
  • ১১ জুন ২০২৬ থেকে ১৯ জুলাই ২০২৬ আটটি শিফটের প্রতিশ্রুতি দেবে ফিফা।
  • আবেদনের সময় আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
  • যোগ্য হতে হলে আপনাকে আয়োজক দেশে প্রবেশের প্রয়োজনীয় সবকিছু মেনে চলতে হবে।

বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে আবেদন করুন এই ঠিকানায়: fifaworldcup.com/volunteers

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের