হোম > খেলা > ফুটবল

রোনালদোকে ‘মেপে’ ব্যবহার করতে চান সুলশার

ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় অভিষেকটা জোড়া গোল করে রাঙিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৬ বছর বয়সেও দেখিয়েছেন এখনো ফুরিয়ে যাওয়ার পাত্র নন তিনি। তবে বয়সটা ৩৬ বলেই কোচ ওলে গুনার সুলশার রোনালদোকে ব্যবহার করতে চান বুঝেশুনে। 

রোনালদোকে নিয়ে সতর্ক থাকবেন বলে জানিয়েছেন সুলশার। প্রতিটি ম্যাচে খেলাবেন না পর্তুগিজ তারকাকে। সুলশার বলেছেন, ‘দলের হয়ে দারুণ শুরু করেছে রোনালদো। কিন্তু তার বয়সটাও মাথায় রাখতে হবে আমাদের। তাকে নিয়ে আমরা আরও সতর্ক থাকতে চাই।’ 

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে কাল। আজই তাই সুইজারল্যান্ড যাচ্ছে ম্যানইউ। লিগের প্রথম ম্যাচে রোনালদো খেলবেন কি না সে ব্যাপারে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি সুলশার। বলেছেন, ‘কালই ইয়াং বয়েজের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। ম্যাচে কি করা যায় আমরা দেখব। কিন্তু তাকে (রোনালদো) ছাড়া দল চিন্তা করা অসম্ভব। আমরা তার প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে মেপে খরচ করতে চাই।’ 

রোনালদো ম্যানইউ যোগ দেওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করছেন সুলশার। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা দলে আসায় এখন দলগুলোর বিপক্ষে আরও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে বিশ্বাস তাঁর। বলেছেন, ‘রোনালদো আসায় আমাদের দলের ছবিটাই বদলে গেছে। এখন ইংলিশ প্রিমিয়ার লিগে আরও ভালো অবস্থানে থাকব আমরা। আশা করি, আমরা নেতৃত্ব দেব। রাফায়েল ভারানে ও ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন ফুটবলার। যেকোনো ক্লাবই তাদের পেতে চাইবে।’ 

এবার আমরা যেন সাফে চ্যাম্পিয়ন হই

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু