হোম > খেলা > ফুটবল

কে পরবেন মেসির ‘নম্বর টেন’? 

ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। মেসি বার্সা ছাড়ার পর স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে কার গায়ে উঠবে এই আইকোনিক জার্সি? 

 ২০০৮ সালে ন্যু ক্যাম্প থেকে রোনালদিনহোর বিদায়ের পর ১০ নম্বর জার্সিটি ওঠে মেসির গায়ে। এরপর গত এক দশকের বেশি সময় ধরে বার্সার ১০ নম্বর জার্সির ভার বয়েছেন মেসি। এই সময়ে ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে বার্সাকে একের পর এক শিরোপা জিতিয়েছেন। নিজেও ভেসেছেন অসংখ্য ব্যক্তিগত সাফল্যে। ১০ নম্বর জার্সির সঙ্গে মেসি এতটাই মিশে গিয়েছিলেন যে জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে তাঁকে ডাকা হতো ‘এলএম টেন’ নামে। 

বার্সেলোনা থেকে মেসির বিদায়ের পর এখন পর্যন্ত ১০ নম্বর জার্সিটি কাউকে দেয়নি ক্লাবটি। জুভেন্টাসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফিতেও ১০ নম্বর জার্সিটি পরতে কাউকে দেখা যায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন বলছে, ধারণা করা হচ্ছে পুরো মৌসুমেই ১০ নম্বর জার্সি ছাড়াই খেলতে পারে বার্সেলোনা। 

বার্সেলোনায় মেসির সময়ের আগ পর্যন্ত ১০ নম্বর জার্সি পরেছেন একাধিকজন। স্প্যানিশ ক্লাবটিতে গত ২৬ বছরে ১০ নম্বর জার্সি পরেছেন সাতজন। অ্যাঞ্জেল কুয়েলার (১৯৯৫-৯৬), জিওভান্নি (১৯৯৬-৯৭), জারি লিটমানেন (১৯৯৯-২০০০), রিভালদো (২০০০-২০০২), হুয়ান রিকুয়েলমে (২০০২-২০০৩), রোনালদিনহো (২০০৩-২০০৮) আর সর্বশেষ মেসি ১০ নম্বর জার্সি পরেছেন (২০০৮-২০২১)।

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ