হোম > খেলা > ফুটবল

প্যারাগুয়ের হাত থেকে কোনোমতে বাঁচল আর্জেন্টিনা

২০২৪ অলিম্পিক শুরু হতে এখনো বাকি ৬ মাসের মতো সময়। এরই মধ্যে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার প্রাক বাছাইপর্ব। তবে জয় দিয়ে শুরু করতে পারেনি আর্জেন্টিনা। প্যারাগুয়ের সঙ্গে কোনোমতে ড্র করল আর্জেন্টিনা। 

এস্তাদিও মিসাইল দেলিগাদো স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ও প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। এই ম্যাচে আর্জেন্টিনা দাপট দেখিয়ে খেলেছে। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আলবিসেলেস্তের শট ছিল ৬ টি। অন্যদিকে প্যারাগুয়ে ৩৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৫ টি। প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৬৭ মিনিটে হয় ম্যাচে প্রথম গোল হয়। পেনাল্টি থেকে গোল করেন প্যারাগুয়ে মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। ১-০ তে পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতায় ফেরে ৯০ মিনিটে। সান্তিয়াগো কাস্ত্রোর অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র। 
 
২০২৪ দক্ষিণ আমেরিকা অলিম্পিক প্রাক বাছাইপর্বে খেলছে দশ দল। ‘এ’ ও ‘বি’—দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের প্রতিপক্ষ পেরু, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। ব্রাজিলের গ্রুপে রয়েছে ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া ও প্যারাগুয়ে। দুই গ্রুপে নিজেদের মধ্যে চলবে রাউন্ড-রবিন ফরম্যাট। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে বাছাইপর্বে। তারপর শীর্ষ দুই দল জায়গা পাবে অলিম্পিকে।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক