হোম > খেলা > ফুটবল

জর্ডানকে কি আজ হারাতে পারবেন বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্দোনেশির বিপক্ষে ড্র করে চমকে দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

র‍্যাঙ্কিংয়ের ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতে রুখে চমকে দিয়েছে বাংলাদেশ নারী দল। গোলশূন্য সেই ড্রয়ের ম্যাচ আফঈদা খন্দকার-মারিয়া মান্দারাদের জুগিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের শেষ ম্যাচে আজ স্বাগতিক জর্ডানকে হারাতে উন্মুখ বাংলাদেশ। আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

জর্ডান র‍্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার চেয়ে এগিয়ে। বাংলাদেশ (১৩৩) থেকে ৫৯ ধাপ ওপরে আছে তারা (৭৪)। তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। জর্ডান খুব যে ছন্দে আছে, সেটা বলার উপায় নেই। বাংলাদেশের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু ম্যাচটা নিয়ে বেশ আশাবাদী, ‘আশা করছি, আমাদের মেয়েরা কাল (আজ) ভালো একটি ম্যাচ খেলবে। মেয়েরা নিরাশ করবে না, জয় নিয়ে ফিরবে। শেষ ম্যাচে ভালো খেলে আমাদের মেয়েরা দেশবাসীকে আনন্দ দেবে।’

জর্ডানের সঙ্গে বাংলাদেশের সবশেষ দেখা হয়েছে ২০২১ সালে। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে হজম করতে হয়েছিল ৫ গোল। এবার জয়ের প্রত্যয় মিডফিল্ডার মারিয়া মান্দার, ‘আজকের (গতকাল) অনুশীলনটা আমরা ভালোভাবে শেষ করেছি। জর্ডানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত। কাল (আজ) আমরা ভালোভাবে খেলে জয় নিয়ে ফিরব।’

মারিয়াসহ বিদ্রোহী ৯ ফুটবলার যোগ হওয়ায় দলের শক্তিমত্তাও বেড়েছে। সেটার ছাপ দেখা গেছে ইন্দোনেশিয়া ম্যাচে। কোচ পিটার বাটলারের অধীনে প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন মিডফিল্ডার স্বপ্না রানী সরকার। তিনি বলেন, ‘আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার পরদিন সুইমিং করেছি। আজ (গতকাল) অনুশীলন করলাম, সব মিলিয়ে ভালো প্রস্তুতি নিয়েছি।’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী