হোম > খেলা > ফুটবল

মেসিকে বরণের দিনে সমর্থকদের দুয়ো শুনলেন এমবাপ্পে

মৌসুম শুরুর আগ থেকে আলোচনায় কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসিকে নিয়ে ডামাডোলের মাঝেও সেই আলোচনা থেমে নেই। মৌসুমের প্রথম ম্যাচেও আবার আলোচনায় আসলেন এমবাপ্পে। স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে নেমে পিএসজি সমর্থকদের দুয়োর শিকার হয়েছেন এই ফরাসি তারকা। 

এমবাপ্পের বর্তমান চুক্তি শেষ হবে ২০২২ সালের জুনে। এরপর ফ্রি তে যেকোনো দলে যেতে পারবেন এমবাপ্পে। তবে তাঁকে ছাড়তে রাজি নয় পিএসজি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এমবাপ্পে প্যারিসেরই ছেলে, প্যারিস ছেড়ে কোথাও যাবেন না তিনি। পিএসজি ছাড়ার ইঙ্গিত না দিলেও নতুন চুক্তিতে যেতেও রাজি হচ্ছেন না এমবাপ্পে। বারবার ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি সময়ের আলোচিত এই তারকা। 

কাল ঘরের মাঠে স্ট্রাসবুর্গের বিপক্ষে জয়ের ম্যাচে এ নিয়ে সমর্থকদের তোপের মুখে পড়েন এমবাপ্পে। ম্যাচ শুরুর আগে অবশ্য পিএসজির সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মেসি। দলে নতুন আসা তারকাদের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে পিএসজি।

মেসির সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের দিন এমবাপ্পের চুক্তি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। খেলাইফি বলেছিলেন, ‘মেসির আসার পর এমবাপ্পের আর পিএসজি ছাড়ার কোনো অজুহাত থাকতে পারে না।’ 

এমবাপ্পে পিএসজিতে থাকবেন কি না, এ প্রশ্নে পিএসজি চেয়ারম্যান সেদিন জানান, ‘কিলিয়ান একজন প্যারিসিয়ান। সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের একজন খেলোয়াড়। সে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল চেয়েছিল। এখন আমাদের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল আর কোনোটিই নেই। এখানে (পিএসজি) থাকা ছাড়া আর কোনো কিছু করার কারণ নেই তার।’

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন