হোম > খেলা > ফুটবল

মেসিকে বরণের দিনে সমর্থকদের দুয়ো শুনলেন এমবাপ্পে

মৌসুম শুরুর আগ থেকে আলোচনায় কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসিকে নিয়ে ডামাডোলের মাঝেও সেই আলোচনা থেমে নেই। মৌসুমের প্রথম ম্যাচেও আবার আলোচনায় আসলেন এমবাপ্পে। স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে নেমে পিএসজি সমর্থকদের দুয়োর শিকার হয়েছেন এই ফরাসি তারকা। 

এমবাপ্পের বর্তমান চুক্তি শেষ হবে ২০২২ সালের জুনে। এরপর ফ্রি তে যেকোনো দলে যেতে পারবেন এমবাপ্পে। তবে তাঁকে ছাড়তে রাজি নয় পিএসজি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এমবাপ্পে প্যারিসেরই ছেলে, প্যারিস ছেড়ে কোথাও যাবেন না তিনি। পিএসজি ছাড়ার ইঙ্গিত না দিলেও নতুন চুক্তিতে যেতেও রাজি হচ্ছেন না এমবাপ্পে। বারবার ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি সময়ের আলোচিত এই তারকা। 

কাল ঘরের মাঠে স্ট্রাসবুর্গের বিপক্ষে জয়ের ম্যাচে এ নিয়ে সমর্থকদের তোপের মুখে পড়েন এমবাপ্পে। ম্যাচ শুরুর আগে অবশ্য পিএসজির সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মেসি। দলে নতুন আসা তারকাদের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে পিএসজি।

মেসির সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের দিন এমবাপ্পের চুক্তি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। খেলাইফি বলেছিলেন, ‘মেসির আসার পর এমবাপ্পের আর পিএসজি ছাড়ার কোনো অজুহাত থাকতে পারে না।’ 

এমবাপ্পে পিএসজিতে থাকবেন কি না, এ প্রশ্নে পিএসজি চেয়ারম্যান সেদিন জানান, ‘কিলিয়ান একজন প্যারিসিয়ান। সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের একজন খেলোয়াড়। সে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল চেয়েছিল। এখন আমাদের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল আর কোনোটিই নেই। এখানে (পিএসজি) থাকা ছাড়া আর কোনো কিছু করার কারণ নেই তার।’

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই