হোম > খেলা > ফুটবল

ম্যাচের ‘দ্বিতীয় দিনে’ ৩ গোল হজমে হার মোহামেডানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রহমতগঞ্জের কাছে মোহামেডানের হার। ছবি: বাফুফে

বৈরী আবহাওয়ায় স্থগিত হওয়ায় গতকাল মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচটি হতে পেরেছিল ১৮ মিনিট। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল দীর্ঘ ২২ বছর পর লিগ শিরোপাজয়ী সাদা-কালোরা। কিন্তু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ম্যাচের বাকি সময়ে ‘খেল’ দেখাল রহমতগঞ্জ। আগের দিন দুই গোল হজম করা রহমতগঞ্জ চ্যাম্পিয়নদের ৩ গোল ফিরিয়ে দিয়ে জিতল ৪-৩ ব্যবধানে।

৩১ মিনিটে তাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। মিনিট ছয়েক মোহামেডানকে আবার এগিয়ে দেন অধিনায়ক দিয়াবাতে। কিন্তু ম্যাচের শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ। ৮৪ ও ৮৬ মিনিটে দুটি গোলই করেন ঘানার স্যামুয়েল বোয়াটেং।

চলতি প্রিমিয়ার লিগ ফুটবলে এটি মোহামেডানের দ্বিতীয় হার। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে রহমতগঞ্জ। ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আবাহনী ক্রীড়া চক্র। গতকাল যারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগ টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন এনামুল ইসলাম গাজী। ১টি করে গোল করেন এমেকা ওগবুগ, আসাদুজ্জামান বাবলু ও রাফায়েল অগাস্তো। বড় এই জয়ের পর ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে আবাহনী।

দিনের আরেক ম্যাচে পুলিশ এফসিকে ১-১ গোলে রুখে দিয়েছে ফর্টিস। বিরতির আগে ৪৪ মিনিটে আলামিনের গোলে এগিয়ে যায় পুলিশ। ৬৮ মিনিটে ওমরের গোলে সমতায় ফেরে ফর্টিস।

প্লে-অফেও সেই বেনফিকাকেই পেল রিয়াল

দেশের জন্যই শিরোপা উৎসর্গ সাবিনাদের

‘সাবিনাদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রেরণা জুগিয়েছেন তারেক রহমান’

ছাদখোলা বাসেই উদ্‌যাপন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের

রিয়ালের বিপক্ষে গোল করা গোলরক্ষক এখন ‘ল্যুভর জাদুঘরে’

সাবিনাদের অপেক্ষায় ছাদখোলা বাস

হেরে অপেক্ষায় রিয়াল, শেষ আটে বার্সার সঙ্গী কারা

প্রথমবারের মতো প্রবাসী নারী ফুটবলারকে নিয়ে বাফুফের দল ঘোষণা

ঢাকার ওয়ান্ডারার্সে ফরাসি সৌরভ ছড়াতে চান লোঁর

শেষ রাউন্ডে কার কী দরকার