হোম > খেলা > ফুটবল

ফিফার নতুন র‍্যাঙ্কিংয়ে সব জায়গায় শীর্ষে ব্রাজিল, বাংলাদেশ কোথায়

ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছে দলটি। তবে লাতিন আমেরিকার দেশটি পঞ্চমবারের মতো ফুটসাল জিতেছে ২০১২ সালে। ফুটবলের এই ইনডোর টুর্নামেন্টের র‍্যাঙ্কিং প্রথমবারের মতো প্রকাশ করেছে ফিফা। সবার ওপরে রয়েছে ব্রাজিল।

ফুটসালে ছেলেদের র‍্যাঙ্কিং হিসেব করা হয়েছে ৪৬০০ ‘এ’ ম্যাচের ওপর ভিত্তি করে। ফিফার মূল দুই সদস্য মুখোমুখি হলেই আন্তর্জাতিক ম্যাচটিকে ‘এ’ দলের মর্যাদা দেবে। উজবেকিস্তানে হতে যাওয়া ২০২৪ ফুটসাল টুর্নামেন্টটির বাছাইপর্ব যে হবে ২৬ মে, সেখানেও এই র‍্যাঙ্কিং কাজ করবে। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আছে ৫ নম্বরে। ২, ৩ ও ৪ নম্বরে আছে পর্তুগাল, স্পেন ও ইরান। স্পেন দুবার জিতেছে ফুটসাল চ্যাম্পিয়ন। পর্তুগাল ও আর্জেন্টিনা ফুটসালের শিরোপা জিতেছে একবার করে। ছেলেদের ক্ষেত্রে ফুটসাল র‍্যাঙ্কিং হিসেব করা হয়েছে ১৩৯ দলের ওপর ভিত্তি করে। তবে এই ১৩৯ দলের মধ্যেও নেই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১৩৫ নম্বরে।

ছেলেদের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার দলের মধ্যে ইরানের পর দ্বিতীয় সেরা অবস্থানে কাজাখস্তান। কাজাখস্তান অবস্থান করছে ৮ নম্বরে। ৬, ৭, ৯ ও ১০ নম্বরে রয়েছে মরক্কো, রাশিয়া, থাইল্যান্ড ও ফ্রান্স। ২০২৪ ফুটসালের আয়োজক উজবেকিস্তান অবস্থান করছে ১১ নম্বরে। মেয়েদের ফুটসাল র‍্যাঙ্কিংয়েও সবার ওপরে ব্রাজিল। নারীদের র‍্যাঙ্কিংয়ে আছে ৬৯ দল। এই ৬৯ দলের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে ৪৪ নম্বরে। এখানে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থান ৬ নম্বরে রয়েছে থাইল্যান্ড। ২, ৩ ও ৪ নম্বরে রয়েছে স্পেন, পর্তুগাল ও আর্জেন্টিনা।

ইনডোর টুর্নামেন্ট ফুটসাল র‍্যাঙ্কিং এবারই প্রথমবার প্রকাশ করা হলেও ফুটবলের র‍্যাঙ্কিং ফিফা প্রকাশ করে আসছে অনেক আগে থেকে। ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ফিফা ছেলেদের র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। মেয়েদের র‍্যাঙ্কিংয়ে ফিফা প্রকাশ করা শুরু করেছে ২০০৩ থেকে। ছেলেদের র‍্যাঙ্কিং ফিফা সবশেষ প্রকাশ করেছে এ বছরের ৪ এপ্রিল। আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। ২, ৩, ৪ ও ৫ নম্বরে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ব্রাজিল। বাংলাদেশ অবস্থান করছে ১৮৪ নম্বরে।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই