হোম > খেলা > ফুটবল

৫ ঘণ্টার ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের ‘হ্যাটট্রিক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুটানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

সকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথমার্ধে গোল করাটা যেন নিয়ম বানিয়ে ফেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ৪৫ মিনিটে আসে তিন গোল। নেপালের বিপক্ষে করে দুই গোল। কিন্তু ভুটানের বিপক্ষে আসেনি এক গোলের বেশি। এর দায় অবশ্য ভারী মাঠের। ম্যাচের বেশির ভাগ সময় বল নিজেদের দখলে রাখলেও বল টেনে নিতে হিমশিম খেতে হয়। কাদা মাঠে পানিতে বল আটকে যাচ্ছিল বারবার।

এদিন শুরুর একাদশে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তৃষ্ণা রানি সরকার। সপ্তম মিনিটে তাঁর শট ভুটান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও। ফিরতি শটে বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি মার্দি। সেই এক গোল নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। তাও ভিন্ন ভেন্যুতে। কিংস অ্যারেনার মূল মাঠের পরিবর্তে খেলা শুরু হয় ২০০ মিটার দূরের অনুশীলন মাঠে। ভিন্ন জার্সি পরে ৫৩ মিনিটে সঙ্গে ওয়াংমোর গোলে সমতা ফিরিয়ে চমকে দেয় ভুটান। তবে দ্রুত মনোযোগ ফিরিয়ে পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৭ মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ শটে নিজের দ্বিতীয় গোল করেন শান্তি। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান মুনকি আক্তার। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে দুই ফুটবলারকে কাটিয়ে দারুণ এক গোল করেন তিনি। টুর্নামেন্টে এটি তাঁর তৃতীয় গোল।

৭৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন শান্তি। উমেলা মারমার ক্রস থেকে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন তিনি। বাংলাদেশ মাঠ ছাড়ে জয়ের আনন্দ নিয়ে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল পিটার বাটলারের দল। পরশু সেই ভুটানের বিপক্ষেই মাঠে নামবে স্বাগতিকেরা।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো