হোম > খেলা > ফুটবল

চার মাসের মধ্যে হামজাকে আনতে চায় বাফুফে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশি পাসপোর্টের জন্য লন্ডনের বাংলাদেশের দূতাবাসে গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। সেখানে বিড়ম্বনার শিকার হলেও লাল-সবুজ জার্সি গায়ে চাপাতে তাঁর আন্তরিকতায় তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের। হামজাকে পেতে কাজ শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।

হামজার মা বাংলাদেশি ও বাবা গ্রেনাডিয়ান। জন্ম ইংল্যান্ডে হলেও মায়ের জন্মসূত্রে হামজার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন। গতকাল ফেডারেশন ভবনে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘হামজাকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে দূতাবাস থেকে। তাঁকে নিয়ে একটা সুবিধা হচ্ছে তাঁর মা বাংলাদেশি। আমরা হয়তো দ্রুত ওর পাসপোর্ট নিতে পারব। তাঁকে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। আমরা সেটারও প্রক্রিয়া শুরু করেছি।’ কবে নাগাদ হামজাকে জাতীয় দলে খেলানো সম্ভব, এ প্রশ্নে ইমরান বলেছেন চার মাসের মধ্যে তাঁরা আনার চেষ্টা করছেন, ‘পরের ফিফা উইন্ডো সেপ্টেম্বরে। আমরা সেই লক্ষ্য ধরেই কাজ করছি।’

বাংলাদেশ দলে খেলতে আগ্রহ আছে মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেকে। বিদেশিদের বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার নিয়ম অনুযায়ী ৫ বছর অবস্থানের কোটা পূরণ করেছেন ৩৩ বছর বয়সী দিয়াবাতে। এরপরও তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দিতে  একটু ঝামেলা পোহাতে হবে বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘আমরা সুলেমান দিয়াবাতের সঙ্গে কথা বলেছি। সে বলেছে সে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। এর আগে এলিটা কিংসলের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সমস্যা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ শুরু করেছি। তাঁর বাংলাদেশে অবস্থানের তথ্য পেলেই আমরা কাজ শুরু করতে পারব।’

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার