হোম > খেলা > ফুটবল

রোনালদো-পেপেকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা পর্তুগালের 

এবারের ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা পর্তুগালের জন্য সহজ ছিল না। অনেক কাঠখড় পুরিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছিল পর্তুগিজরা। গতকাল পর্তুগালের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ফের্নান্দো সান্তোস। ক্রিস্টিয়ানো রোনালদো, পেপের মতো তারকা ফুটবলারদের নিয়ে বিশ্বকাপ খেলবে পর্তুগিজরা। 

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আক্রমণভাগ সামলাবেন হোয়াও ফেলিক্স, রাফায়েল লিওর মতো তারকা ফুটবলাররা। মাঝমাঠে আছেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভার মতো ফুটবলাররা। আর রক্ষণভাগে পেপের সঙ্গে থাকবেন দিয়োগো দালোত, হোয়াও কানসেলো, দানিলো পেরেইরার মতো তারকা ফুটবলাররা। পর্তুগালের এই দলে গোলরক্ষক আছেন তিনজন। 

এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগিজরা। 

বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াড:

গোলরক্ষক:  দিয়োগো কস্তা (পোর্তো), রুই পাত্রিসিও (রোমা), জোসে সা (উলভারহাম্পটন)

ডিফেন্ডার: দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), দানিলো পেরেইরা (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তনিও সিলভা (বেনফিকা), নুনো মেন্দেস (পিএসজি), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড)

মিডফিল্ডার: রুবেন নেভেস (উলভারহাম্পটন), জোয়াও পালিয়ানিয়া (ফুলহাম), উইলিয়াম কারভালিও (রিয়াল বেতিস), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ভিতিনিয়া (পিএসজি), ওতাভিও (পোর্তো), জোয়াও মারিও (বেনফিকা), মাথিউস নুনেস (উলভারহাম্পটন), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল লিয়াও (এসি মিলান), হোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), রিকার্দো হোর্তা (ব্রাগ), গোনসালো রামোস (বেনফিকা), আন্দ্রে সিলভা (আরবি লাইপজিগ) 

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া