হোম > খেলা > ফুটবল

মেসিদের কোচ হিসেবেই থাকছেন কোমান

ঢাকা: এই মৌসুম শেষের আগেই বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের চাকরি থাকা, না থাকা নিয়ে চলছিল জোর গুঞ্জন। কাল সেই গুঞ্জনের ডালপালা ছেটে দিলেন হুয়ান লাপোর্তা। ২০২২ পর্যন্ত কোমান বার্সার কোচের পদেই থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন বার্সা সভাপতি।

গত বছর বার্সার কোচের পদে দায়িত্ব পেয়েছিলেন কোমান। তখন বার্সার সঙ্গে দুই বছরের মেয়াদেই চুক্তি হয়েছিল এই ডাচ ভদ্রলোকের। কিন্তু ২০২০-২১ মৌসুমে বার্সার পারফরম্যান্স তেমন একটা ভালো ছিল না। চ্যাম্পিয়নস লিগ, লা-লিগা কিছুই পাওয়া হয়নি কাতালানদের। তারওপর কাতার থেকে স্পেনে জাভি হার্নান্দেজের বেড়াতে আসায় কোমানের চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়েছিল। লাপোর্তা কাল সভা শেষে কোমানের চাকরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। বার্সেলোনার অফিসিয়াল টুইটে কোমানের ২০২২ পর্যন্ত বার্সার কোচের পদে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লাপোর্তা আরও জানিয়েছেন, কোমানের এজেন্ট চুক্তি নিয়ে কিছু আলোচনা করতে চান। কিন্তু লাপোর্তা চুক্তিতে কোনোরকম পরিবর্তন করাকে ঠিক মনে করছেন না। কোমানের বেতন কাটা হচ্ছে না। এ প্রসঙ্গে লাপোর্তা বলেছেন, ‘আপাতত, আগের চুক্তিতেই কোমান থাকছেন। গত এক মৌসুমে কোমানের কোনো বেতন কাটা হয়নি। দরকার হলে এই নিয়ে পরে কথা হবে।’

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন