হোম > খেলা > ফুটবল

আজই কি মেসিকে দেখার অপেক্ষা ফুরোচ্ছে? 

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লিওনেল মেসির অভিষেকের অপেক্ষা এখনো শেষ হয়নি। মেসি যোগ দেওয়ার পর এর মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। আজ লিগে রেঁসের বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা। তবে আজই মেসির অভিষেক হচ্ছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এবারের গ্রীষ্মকালীন দলবদলের নাটকীয়তায় বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন মেসি। প্যারিসে পাড়ি জমানোর ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো মাঠে নামা হয়নি এই আর্জেন্টাইন তারকার। দলের সঙ্গে অনুশীলন করে সময় কাটছে তাঁর। চারদিকে শুধু এখন একটাই প্রশ্ন, কখন মাঠে নামবেন মেসি? এই প্রশ্নের উত্তরটা হয়তো আজ মিলতে পারে। রেঁসের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে! 

১১ জুলাই ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি মেসির। প্রাক মৌসুমের প্রস্তুতিও নেওয়া হয়ে ওঠেনি সেভাবে। গত দুই সপ্তাহ দলের সঙ্গে অনুশীলনই শেষ ভরসা মেসির। এ জন্যই মেসিকে মাঠে নামাতে সময় নিচ্ছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যম বলছে, পুরো ম্যাচে না হলেও আজ বদলি হিসেবে নামতে পারেন মেসি। অন্তত ৩০ মিনিটের জন্য পিএসজির জার্সি গায়ে মেসির খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।

তবে মেসির অভিষেক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি পচেত্তিনো। রেঁসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির স্বদেশি কোচ বলেছেন, ‘আমরা এখনো স্কোয়াড ঘোষণা করিনি।’ পরক্ষণে অবশ্য তিন তারকা নেইমার, এমবাপ্পে আর মেসিকে আজকের স্কোয়াডে রাখার ইঙ্গিত দিয়েছেন, ‘তারা তিনজনই খুব সম্ভবত স্কোয়াডে থাকছে। আমরা দেখব তারা ম্যাচের শুরু থেকে খেলতে পারে কি না!’ 

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা