হোম > খেলা > ফুটবল

ফের হালান্ডের গোল, শীর্ষে ফিরল সিটি

আর্লিং হালান্ডের গোলক্ষুধা নতুন নয়। ম্যানচেস্টার সিটিতে এসে সেটা আরও বেড়েছে। চলতি মৌসুমে নরওয়েজীয় স্ট্রাইকার একের পর এক গোল করছেন আর তাঁর সঙ্গে ছুটছে সিটিজেনরাও। এবার পেপ গার্দিওলার দল উলভসকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ৩-০ ব্যবধানে। 

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত হয় গত সপ্তাহের প্রিমিয়ার লিগের সব ম্যাচ। সেই শোক কাটিয়ে মাঠে ফিরতেই দাপুটে জয়ে লিগের সিংহাসনে বসল সিটি। ম্যাচের শুরুতেই জ্যাগ গ্রিলিশের গোলে এগিয়ে যায় তারা। কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে ম্যাচের মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় জাল খুঁজে নেন ইংলিশ উইঙ্গার। 

১৬ মিনিটে সিটির ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। বার্নার্দো সিলভার থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি। এ নিয়ে সিটির জার্সিতে ৯ ম্যাচে ১৪ গোল করে ফেললেন ২২ বছর বয়সী তারকা। যেখানে প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে করলেন ১১ গোল। টানা সাত ম্যাচে গোল পেলেন তিনি। 

৩৩ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে উলভস। গ্রিলিশকে কমান্ডো স্টাইলে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেন নাথান কলিন্স। তার সুবিধাটা ঠিকই নেয় গার্দিওলার শিষ্যরা। ৬৯ মিনিটে ফের ডি ব্রুইনার অ্যাসিস্ট। উলভসের জালে এবার শেষ বলটি পাঠান ফিল ফোডেন। 

এ জয়ে শীর্ষে ফেরা গত আসরের চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৭ ম্যাচে ১৭। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে আর্সেনাল।

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক