হোম > খেলা > ফুটবল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ক্রীড়া ডেস্ক    

গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

আক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে আল-তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচে একক আধিপত্য ছিল আল নাসরেরই। ৬৪ শতাংশ বল দখলে রেখেছি তারাই। ১৯টি শট নিয়েছিল গোলের জন্য, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে তাউন তিনট শট নিয়েছিল, দুটি ছিল লক্ষ্যে।

গোলমুখে রাখা দুই শটের একটি ঠিকই তাউন জড়িয়ে দিতে পেরেছিল আল নাসরের জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেন আল-তাউনের ডিফেন্ডার সাদ আল নাসের। ৬৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান লাপোর্তে।

১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে এখন আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে আল তাউন রয়েছে আট নম্বরে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে শীর্ষে আল হিলাল এবং দুইয়ে আছে আল ইত্তিহাদ। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে আছে তিনে।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই