হোম > খেলা > ফুটবল

থেমে যেতে পারে আগুয়েরোর ক্যারিয়ার 

৩৩ বছর বয়সেই থেমে যেতে পারে সার্জিও আগুয়েরোর ক্যারিয়ার। হৃদযন্ত্রজনিত জটিলতায় ফুটবল থেকে অবসরে যেতে পারেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিতে পারেন বর্তমানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলা এই ফুটবলার। 

আগুয়েরোর অবসর নিতে যাওয়ার খবরটি জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো। গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রোমেরো জানান, ‘কুন আগুয়েরো অবসর নিচ্ছেন। হৃদ্‌যন্ত্রের সমস্যা তাঁকে অবসর নিতে বাধ্য করছে। আগামী সপ্তাহে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন।’ আগুয়েরোর স্বপ্ন ছিল বার্সায় আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসির সঙ্গে খেলবেন। মেসির সঙ্গে খেলা না হলেও বার্সার হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। কাতালানদের হয়ে শুরুটাও কী দুর্দান্ত! চোট কাটিয়ে ফিরেই গোল করেছিলেন এল ক্ল্যাসিকোতে। 

এরপর গত শনিবার লা লিগায় বার্সেলোনা-আলাভেস ম্যাচের সময় বুকের ব্যথা অনুভব করেন আগুয়েরো। মাঠে প্রাথমিক চিকিৎসা করার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে। তখন জানা গিয়েছিল তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন এই বার্সা ফরোয়ার্ড। অনেকে অবশ্য তখনই আগুয়েরোর ক্যারিয়ার শেষ দেখেছিলেন। ডাক্তারি পরীক্ষার পর জানা গিয়েছিল আগুয়েরোর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে। অনিয়মিত হৃৎস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এই সমস্যার কারণে এবার তিন মাস নয়, একেবারে ফুটবল থেকেই অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। 

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ