ইরানকে ২০২২ ফুটবল বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনে হামলায় রাশিয়াকে ইরান সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেনের অন্যতম সেরা ফুটবল ক্লাব শাখতার দোনেৎস্ক।
শাখতারের প্রধান নির্বাহী সার্জেই পালকিন ইরানকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। পালকিন বলেন, ‘ইউক্রেনের ওপর সন্ত্রাসী হামলা করায় বিশ্বকাপ থেকে ইরানকে নিষিদ্ধ করতে ফিফা ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি শাখতার ক্লাব দাবি জানাচ্ছে।’
চলতি বছরের জুনে প্লে অফে ওয়েলসের কাছে ১–০ গোলে হেরে কাতার বিশ্বকাপে যাওয়ার টিকিট পায়নি ইউক্রেন। পালকিনের মতে, ইরানকে নিষিদ্ধ করে কাতারে বিশ্বকাপ ফুটবলে ইউক্রেনকে সুযোগ দেওয়া উচিত। শাখতারের প্রধান নির্বাহী বলেন, ‘এই ফাঁকা জায়গা ইউক্রেনকে দেওয়া উচিত এবং ইউক্রেন এই বিশ্বকাপে খেলার যোগ্য। প্লে অফে অন্য দেশের জাতীয় দলগুলোর মতো স্বাভাবিক অবস্থায় ছিল না ইউক্রেন। তবু তারা আন্তরিকতার সঙ্গে খেলেছে।’
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এক দলের পরিবর্তে অন্য দলকে খেলানোর সুযোগ রয়েছে ফিফার। কিন্তু সেজন্য অংশগ্রহণ করা দলটিকে নাম প্রত্যাহার করতে হবে বিশ্বকাপ থেকে।
২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ‘বি’ গ্রুপে থাকা ইরানের বিশ্বকাপ মিশন শুরু হবে ২১ নভেম্বর ইংল্যান্ডের। ইংল্যান্ড ছাড়া ‘বি’ গ্রুপে ইরানের বাকি দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ওয়েলস। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর।