হোম > খেলা > ফুটবল

বিদায় করতে চাওয়া দেম্বেলেকেই দরকার মনে করছে বার্সা 

জানুয়ারির দলবদলে উসমান দেম্বেলেকে নিয়ে বার্সেলোনার অশান্তি এখনো পুরোনো হয়নি। নতুন চুক্তিতে স্বাক্ষর না করলে দেম্বেলেকে দল ছাড়তে বলার কথাও শোনা গিয়েছিল তখন। মাস না পেরোতেই অবশ্য দুই পক্ষের সুর নরম, দলের প্রয়োজনে তাঁকে খেলাতে আপত্তি নেই বার্সা কোচ জাভি হার্নান্দেজের। 

মৌসুমে এখন পর্যন্ত যাচ্ছেতাই অবস্থা বার্সার। চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নিয়েছে, ছিটকে গেছে কোপা দেল-রে’র লড়াই থেকেও। লা লিগারও সেরা চারে নেই স্পেনের সফলতম ক্লাবটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে থাকতে তাদের এখন খেলতে হচ্ছে ইউরোপা লিগে। দলের এই কঠিন সময়ে আগামীকাল লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দেম্বেলেকে খেলানোর ব্যাপারে একমতে পৌঁছেছে ক্লাব কর্তৃপক্ষ। 

দেম্বেলেকে খেলানোর ব্যাপারে বার্সা কোচ জাভি বলেছেন, ‘আমরা এখনো দেম্বেলের ব্যাপারে কোনো সমাধান পাইনি। এক মাস আগে পরিস্থিতি একরকম ছিল, এখন অন্যরকম। সে ক্লাব ও দলের অংশ, তার সঙ্গে একটি চুক্তি রয়েছে। সভাপতি, বোর্ড ও টেকনিক্যাল সেক্রেটারির সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেমনটা আমরা আগেও বলেছিলাম, চুক্তি নবায়ন করুক বা ক্লাব ছাড়ুক, সে এখনো দলের অংশ। তাকে না খেলিয়ে আমরা নিজেদের পায়ে কুড়াল মারতে পারি না।’ 

আগামী জুনে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দেম্বেলের। যদিও অনেক দিন থেকেই তাঁর সঙ্গে নতুন চুক্তির চেষ্টা করে যাচ্ছে ক্লাবটি। তাতে অবশ্য লাভ হয়নি। দ্বিগুণ বেতন চাইছেন এই ফরাসি ফরোয়ার্ড। অন্যদিকে ক্লাবের দুরবস্থায় তাঁর বেতন কমাতে চায় বার্সা। কিন্তু তাতে রাজি হচ্ছেন না দেম্বেলে।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন