হোম > খেলা > ফুটবল

ইউরোতে নেতৃত্ব দিয়ে ক্রোয়েশিয়াকে বিদায় বলতে পারেন মদরিচ

ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য গতকাল ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। বরাবরের মতো দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ। এটিই হতে পারে তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। 

কাতারে ২০২২ বিশ্বকাপ খেলার পর জাতীয় দল থেকে মদরিচের অবসরের গুঞ্জন উঠলেও সেটি সত্যি হয়নি। তবে জার্মানিতে ২০২৪ ইউরো দিয়ে ৩৮ বছর বয়সী তারকার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সম্ভাবনা রয়েছে। শেষ টুর্নামেন্টে ক্রোয়েটদের শিরোপা এনে দিতে পারবেন তো মদরিচ? নাকি এবারও তাদের তরী ডুববে তীরে এসে! 

সদ্যসমাপ্ত ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগ জিতেছেন মদরিচ। ১ জুলাই ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাতে পারলে জিতবেন আরেকটি চ্যাম্পিয়নস লিগ। তবে জাতীয় দলের জার্সিতে শিরোপা অধরা রয়ে গেছে একবার ব্যালন ডি’অর জেতা মদরিচের। ২০১৮ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে প্রথমবার ফাইনালে খেলেছিল ক্রোয়েশিয়া। ২০২২ বিশ্বকাপে হয়েছে তৃতীয়। গত বছর নেশনস লিগের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সাআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় মদরিচদের। 

দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও ইউরোতে মদরিচকে নেতৃত্ব দেওয়া নিয়ে স্থানীয় এক গণমাধ্যমকে দালিচ বলেছেন, ‘তাকে (মদরিচ) খুব কম অপেক্ষা করতে হয় ক্রোয়েশিয়ার জন্য খেলতে এবং আমাদের নেতৃত্ব দিতে।’

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো