হোম > খেলা > ফুটবল

আবারও মেসির কোচ হলেন মার্টিনো

ফিল নেভিল ছাঁটাইয়ের পর থেকেই গুঞ্জন ছিল টাটা মার্টিনো ইন্টার মিয়ামির কোচ হতে যাচ্ছেন। নিজেও আগ্রহের কথা জানিয়েছিলেন মার্টিনো। অবশেষে তাঁর চাওয়া ও গুঞ্জন সত্যি হলো। আর্জেন্টাইন কোচকে গতকাল দায়িত্ব দিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব।

তবে কত বছরের জন্য এবং কত টাকা বেতন পাবেন তা এখনো জানা যায়নি। শুধু মার্টিনোর কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। ক্লাবের ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস বলেছেন, ‘ইন্টার মিয়ামিতে টাটাকে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। মনে করি, তিনি এমন একজন কোচ, যিনি আমাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে এবং আমরা আশাবাদী যে একসঙ্গে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’

মার্টিনোর ওপর ভরসা রাখছেন ডেভিড বেকহামও। ক্লাবের সহমালিক হিসেবে তিনি বলেছেন, ‘আমাদের খেলায় টাটা একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, যার ট্র্যাক রেকর্ডই কথা বলে। আমরা আত্মবিশ্বাসী খেলায় তার কৃতিত্ব এবং প্রধান কোচ হিসেবে তার অভিজ্ঞতা আমাদের দলকে অনুপ্রাণিত করবে। সঙ্গে আমাদের ভক্তদের রোমাঞ্চিত করবে। আর মাঠে এবং মাঠের বাইরে সে কী প্রভাব ফেলবে তা দেখার জন্য উন্মুখ আছি।’

এতে করে আবারও এমএলএসে ফিরলেন মার্টিনো। ২০১৮ সালে আতালান্তা ইউনাইটেডকে মেজর লিগ সকার কাপ জিতিয়েছেন তিনি। এবার মিয়ামির হয়েও সেই লক্ষ্য থাকবে। দলকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত শিষ্যও পাচ্ছেন তিনি। লিওনেল মেসির সঙ্গে সার্জিও বুসকেতসকে পাচ্ছেন ৬০ বছর বয়সী কোচ। বার্সেলোনায় দুজনকেই কোচিং করিয়েছেন তিনি। কাতালান ক্লাবের বাইরে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে তো আর্জেন্টিনা জাতীয় দলেও কোচিং করিয়েছেন মার্টিনো। ফলে গুরু-শিষ্যের পুনর্মিলনীও বলা যায় এটাকে।

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের