হোম > খেলা > ফুটবল

চেলসির কোচ বরখাস্ত হওয়ার খবরে ৯০ কোটি ভক্তের উল্লাস 

গ্রাহাম পটারের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না চেলসির। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ায় ৭ মাসও টেকেনি পটারের কোচের চাকরি। গতকাল পটারকে বরখাস্ত করেছে চেলসি। পটারের বরখাস্ত হওয়ার খবরে যেন ভক্তদের উচ্ছ্বাস বেড়েছে বহুগুণ।

পটারের বরখাস্ত হওয়া নিয়ে সামাজিকমাধ্যমে একের পর এক মন্তব্য করছেন নেটিজেনরা। কালিজয় নামের একজন টুইট করেছেন, ‘বিশ্বব্যাপী ৯০ কোটি চেলসি ভক্ত পটারের বরখাস্ত হওয়া উদযাপন করছে।’ কেউ কেউ পটারকে চেলসির ইতিহাসে বাজে কোচ বলছেন। জ্যান্টি নামের একজন টুইট করেছেন, ‘চেলসির ইতিহাসে সবচেয়ে বাজে কোচ গ্রাহাম পটার।’ মড নামের একজন টুইট করেছেন, ‘গ্রাহাম পটার আমাকে ওলের কথা মনে করিয়ে দিচ্ছে। মানুষ হিসেবে খুবই ভালো তবে এই চাকরি তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। গত ২০ বছরে আমাদের সবচেয়ে বাজে কোচ।’

গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন