হোম > খেলা > ফুটবল

আমি ব্রাজিল–সমর্থক, মেসিরও সমর্থক

আশরাফউদ্দিন চুন্নু

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই সম্ভাবনা আছে শিরোপা জেতার। দুই দলই লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব করে। লম্বা সময় ধরে তারা বিশ্বকে নান্দনিক ফুটবলে মুগ্ধ করে আসছে।

ফাইনালে দুই দলের শিরোপা জেতার সম্ভাবনা সমানে সমান। আমি বলব যারা আগে গোল পাবে, তাদেরই সম্ভাবনা বেশি শিরোপা জেতার। এবারের ইউরো আর কোপায় যে ধরনের ফুটবল দেখা যাচ্ছে, সেখানে আগে গোল করা দলটা গোল করে নিজেদের রক্ষণ খোলসে ঢুকে যাচ্ছে। চেষ্টা করছে অগ্রগামিতাকে ধরে রাখতে। কাজটা কঠিন, তবু দলকে জেতাতে দলগুলো এটাই করছে। কেউ আগে গোল খেয়ে ফেললে তাদের ম্যাচে ফেরাটা কঠিন হবে।

আমি ব্রাজিল–সমর্থক, আবার একই সঙ্গে মেসিরও সমর্থক। খুব করে চাইব সে যেন এবার জাতীয় দলের হয়ে একটা শিরোপা জিততে পারে। আর্জেন্টিনা দলটায় অসাধারণ সব খেলোয়াড় আছে। সবাইকে নিয়ে দলটা ৯৫ শতাংশ পরিপূর্ণ। ফাইনালে যদি এই দলের দুই-তিনজন খেলোয়াড় নিজেদের শতভাগটা দেয়, তাহলেই ম্যাচটা বের করে আনা খুব সম্ভব। একই কথা ব্রাজিলের ক্ষেত্রেও খাটে। নেইমাররা যদি ফাইনালে নিজেদের সেরাটা দেয়, আর্জেন্টিনার জন্য শিরোপা জেতা কঠিন হয়ে যাবে।

আর্জেন্টিনার খেলোয়াড়েরা নিয়মিত গোল পাচ্ছে। মেসি গোল করছে, করাচ্ছে। সে এখন পর্যন্ত নিজের স্বকীয়তা ধরে রেখেছে। কখনো তার গোল হচ্ছে, কখনো বল বারে লাগছে। সবকিছু দেখে মনে হচ্ছে মেসি এবং আর্জেন্টিনা দলটা শিরোপা জেতার মতো ইতিবাচক মানসিকতায় আছে। তাদের শক্তি আর দুর্বলতার জায়গা আসলে পরিমাপ করা কঠিন। বিশ্বের সব বড় দল এখন ‘টোটাল ফুটবল’ খেলে। দলের প্রয়োজনে প্রত্যেক খেলোয়াড় কম্পিউটার গেমসের মতো দৌড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দুর্বলতা নিয়ে মন্তব্য করা খুব কঠিন।

ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় গোল করার পর ম্যাচের শেষ দুই মিনিট পা থেকে বলই সরায়নি। ডেনমার্কের সমতায় ফেরাটা তাই বেশ কঠিন হয়ে গেছে তাতে। কোপার ফাইনালেও বিষয়টা একই হতে পারে। যে এগিয়ে যাবে তারা চেষ্টা করবে প্রতিপক্ষকে বল না দিতে। আবারও বলব, যারা আগে গোল করবে, তারাই এগিয়ে থাকবে শিরোপা জয়ের সম্ভাবনায়।

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট