হোম > খেলা > ফুটবল

মেসি বললেন, আমি ভুল করিনি

নাটকীয় এক দলবদলে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। মেসির এই দলবদল নিশ্চিতভাবেই গত কয়েক মৌসুমের সবচেয়ে আলোচিত দলবদলগুলোর একটি। তবে অনেকেরই প্রশ্ন, বার্সা ছেড়ে পিএসজিতে গিয়ে মেসি কি ভুল করেছেন? উত্তরটা অবশ্য মেসি নিজেই দিয়ে দিলেন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, `আমি ভুল করিনি।' 

ম্যাগাজিনটিকে দেওয়া মেসির পুরো সাক্ষাৎকারটি অবশ্য এখনো প্রকাশিত হয়নি। সেটি পড়ার জন্য মেসি-ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী শনিবার পর্যন্ত। তবে ম্যাগাজিনের প্রচ্ছদ সামনে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রে মেসির এই সাক্ষাৎকার। সেই প্রচ্ছদেই লেখা, ‘পিএসজিতে এসে আমি কোনো ভুল করিনি।’ 

ধারণা করা হচ্ছে, বিশেষ এই সাক্ষাৎকারে বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া এবং পিএসজিতে যাওয়া নিয়ে বিস্তারিত কথা বলেছেন মেসি। পাশাপাশি পিএসজিতে যাওয়ার পর কোনো সংবাদমাধ্যমকে দেওয়া এটিই মেসির প্রথম সাক্ষাৎকার। 

এর আগে বার্সা ছাড়ার সময় অশ্রুসিক্ত মেসি বলেছিলেন, তিনি ক্লাব ছাড়তে চাননি। সে সময় আবার বার্সায় ফিরে আসার কথাও বলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর প্যারিসে গিয়েও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেসি। সে সময় বলেছিলেন, পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে নিজের সেরাটা উজাড় করে দেবেন তিনি। 

ভক্ত-সমর্থকদের প্রত্যাশা, এবারের সাক্ষাৎকারে মেসি হয়তো নতুন কিছুই বলেছেন। তবে মেসি আসলেই কী বলেছেন, তা জানতে আরেকটু সময় অপেক্ষা করতেই হচ্ছে। 

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন