হোম > খেলা > ফুটবল

কিংবদন্তি অধিনায়কের মৃত্যুতে পতাকা অর্ধ-নমিত করল লিভারপুল

চলে গেলেন লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক রন ইয়েটস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

১৯৬২ সালে দ্বিতীয় বিভাগের শিরোপাজয়ী লিভারপুল দলের অংশ ছিলেন স্কটল্যান্ডের সাবেক ডিফেন্ডার ইয়েটস। এরপর ১৯৬৩-৬৪ ও ১৯৬৫-৬৬ মৌসুমে প্রথম বিভাগের শিরোপা জিতে নেয় অলরেডরা। সঙ্গে জেতে এফএ কাপ ও তিনবার চ্যারিটি শিল্ড। 

১৯৭১ সালে ট্রানমেরে রোভার্সে যোগ দেওয়ার আগে ইয়েটস লিভারপুলের জার্সিতে খেলেন ৪৫৪ ম্যাচ। তার মধ্যে অধিনায়কত্ব করেছেন ৪১৭ ম্যাচ। অ্যানফিল্ডে শুধু তাঁর চেয়ে বেশি অধিনায়কত্ব করেছেন স্টিভেন জেরার্ড—৪৭১ ম্যাচ। 

গত জানুয়ারিতে আলঝেইমার ধরা পড়েছিল ইয়েটসের। খেলোয়াড় ও চিফ স্কাউট হিসেবে দুই মেয়াদে ২৯ বছর লিভারপুলে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে লিভারপুলের বিবৃতি, ‘কিংবদন্তি সাবেক অধিনায়ক রন ইয়েটসের মৃত্যুতে লিভারপুল এফসি শোকার্ত। এমন দুঃখের সময়ে ক্লাবের সবাই রনের স্ত্রী অ্যান, তাঁর পুরো পরিবার ও বন্ধুদের পাশে আছে।’ 

ইয়েটসের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে অ্যানফিল্ডের লিভারপুলের অনুশীলন মাঠের পতাকা অর্ধ-নমিত করা হয়েছে। ইয়েটস স্কটিশদের হয়ে মাত্র দুটি (১৯৬৪ ও ১৯৬৫) ম্যাচ খেলেছেন। তিনি পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ডান্ডি ইউনাইটেডের হয়ে। ১৯৬১ সালে যোগ দেন লিভারপুলে।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই