হোম > খেলা > ফুটবল

১০ বছর নিষিদ্ধ ‘আর্সেনাল’, জরিমানা ৭ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক    

মন্টেনেগ্রোর ক্লাব আর্সেনাল তিভাতকে ১০ বছর নিষিদ্ধ করেছে উয়েফা। ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

উয়েফা গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে, মন্টেনেগ্রোর ক্লাব আর্সেনাল তিভাত ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০ বছরের জন্য নিষিদ্ধ। ২০২৪-২৫ মৌসুম থেকে ২০৩৪-৩৫ মৌসুম পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি আর্সেনালকে পাঁচ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭ কোটি ৫ লাখ টাকা। উয়েফার ডিসিপ্লিনারি কর্তৃপক্ষ (সিইডিবি) মন্টেনেগ্রোর ক্লাবকে দিয়েছে এই শাস্তি। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে আর্সেনাল তিভাতের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের জুলাইয়ে কনফারেন্স লিগের বাছাইয়ে আর্সেনাল তিভাতের প্রতিপক্ষ ছিল আর্মেনিয়ার ক্লাব আলাশকের্ট। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে আর্সেনাল হেরেছিল ৬-১ গোলে। ক্লাব দুটির বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর উয়েফা তদন্ত শুরু করে। তদন্তের পর মোটা অঙ্কের টাকা জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা তো আর্সেনালকে উয়েফা দিয়েছেই। এমনকি খেলোয়াড় নিকোলা সেলেবিচ ও ম্যাচ কর্মকর্তা রাঙ্কো কারগোভিচ এই দুই জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে সিইডিবি। তবে আলাশকের্টের বিপক্ষে ম্যাচে আর্সেনাল কীভাবে ফিক্সিং করেছে বা আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেই ব্যাপারে কিছুই জানায়নি উয়েফা।

শৃঙ্খলা বিধিমালার ১১ অনুচ্ছেদ আর্সেনাল তিভাত লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছে উয়েফা। এই অনুচ্ছেদ অনুসারে ‘সাধারণ আদর্শিক আচরণ’ এবং ‘ম্যাচ ও প্রতিযোগিতায় নৈতিকতা রক্ষা’র ব্যাপারে বলা হয়েছে। আর্সেনাল তিভাত মন্টেনেগ্রিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দুইবার।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর