হোম > খেলা > ফুটবল

টিকিট নিয়ে ফুটবল আল্ট্রাসের তোপের মুখে বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটবল আল্ট্রাসের তোপের মুখে পড়েছে বাফুফে। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি হয়েছে অল্প সময়েই। সাধারণ দর্শকের জন্য অনলাইনে ১৮ হাজার টিকিট ছেড়েছিল বাফুফে। কিন্তু দেশের অন্যতম বড় সমর্থক গোষ্ঠী ফুটবল আল্ট্রাস। তারা বাফুফের কাছে ৩ হাজার টিকিটের দাবি করেছে। কিন্তু বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, ১০০ টিকিট দেওয়া হবে।

বাফুফের সামনে আজ বিকেল ৩টা থেকে অবস্থান নিয়েছেন আল্ট্রাসের সদস্যরা। আল্ট্রাসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি বলেন, ‘ফাহামিদুল ইস্যুতে আমরা যে সময় সরব ছিলাম, তখন বাফুফে সভাপতি বলেছিলেন তোমরা প্রয়োজনে আমার কাছে আসতে পারো। যেহেতু আমরা গ্রুপ হিসেবে খেলা দেখতে যাই, গ্যালারিতে আমাদেরও একটা বৈশিষ্ট্য আছে। আমাদের সংস্কৃতিটা সাধারণ ফুটবল দর্শকদের সঙ্গে মেলে না। সে জন্য আমরা চেয়েছিলাম আমাদের জন্য ৩ হাজার টিকিট বরাদ্দ দেওয়া হোক। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম আমাদের ৭-১০ দিনের মধ্যে জানানোর কথা বলেছিলেন। কিন্তু তাঁর কোনো প্রতিক্রিয়া পাইনি।’

অভি আরও বলেন, ‘যদি তারা আমাদের জানাত অনলাইন থেকে কিনতে হবে, তাহলে একটা চেষ্টা করতাম। কিন্তু শেষ মুহূর্তে আমাদের জানায় ১০০ টিকিট দেওয়া হবে। এই ১০০ টিকিট আমরা কাকে দেব। কারণ, আমাদের স্বেচ্ছাসেবীর সংখ্যাই ১০০-এর বেশি। আমরা আমাদের ন্যায্য হক চাচ্ছি। আমরা মনে করছি, তারা আমাদের অস্তিত্বকে অস্বীকার করছে। আমরা যেকোনো মূল্যে খেলা দেখতে প্রস্তুত। সে জন্য আজ দাবি নিয়ে বসেছি।’

জাতীয় স্টেডিয়ামে ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে পরশু ভুটানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি