হোম > খেলা > ফুটবল

মাইলফলকের ম্যাচে কোনো রকমে বেঁচে গেল জার্মানি

প্রীতি ম্যাচ হলেও জার্মানির কাছে গতকালের ম্যাচটি ছিল মাইলফলকের এক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ইতিহাসের ১০০০ তম ম্যাচ খেলেছে তারা। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি প্রায় হেরেই বসেছিল জার্মানরা। শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যাচটি ড্র করে জার্মানি। 

ওয়েসার স্টেডিয়ামে গতকাল প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জার্মানি-ইউক্রেন। ৬ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ১৮ মিনিটে ভিক্টর শাইহানকোভের গোলে সমতায় ফেরে ইউক্রেন। জার্মানির বিপদ আরও বাড়িয়ে দেন আন্তোনিও রুদিগার। ২৩ মিনিটে তাঁর আত্মঘাতী গোলে ২-১ গোলে এগিয়ে যায় ইউক্রেন। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ইউক্রেন। 

দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়েছেন শাইহানকোভ। ৫৬ মিনিটে গোল করেন ইউক্রেনের এই ফরোয়ার্ড। ৩-১ গোলে এগিয়ে থাকা ইউক্রেনের কাছে জয় ছিল তখন সময়ের ব্যাপার। ম্যাচের যখন ৭ মিনিট বাকি, তখন থেকেই শুরু হয় জার্মানির ম্যাজিক। ৮৩ মিনিটে কাই হ্যাভার্টজের গোলে ব্যবধান কমায় জার্মানরা। আর অতিরিক্ত সময়ে জার্মানদের রক্ষা করেন হোশুয়া কিমিখ। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে পেনাল্টিতে গোল করেন কিমিখ। ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে। 

জার্মানির পরের ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। আগামী শুক্রবার ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে খেলবে পোল্যান্ড-জার্মানি।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ