হোম > খেলা > ফুটবল

ব্রাজিলিয়ানদের আর্জেন্টিনা সমর্থনে খেপেছেন নেইমার

ব্রাজিলিয়ান সমর্থকদের ওপর বেশ চটেছেন নেইমার। কোপা আমেরিকার ফাইনালে কিছু ব্রাজিল সমর্থক চাইছেন, আর্জেন্টিনাই শিরোপা জিতুক। সমর্থকদের একটা অংশের আশা, মেসির হাতেই উঠুক কোপার শিরোপা। 

নিজ দেশ ফাইনালে উঠলেও ব্রাজিল সমর্থকদের এমন চাওয়া কোনোভাবেই মানতে পারছেন না নেইমার। সমর্থকদের উদ্দেশে ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘আমি একজন ব্রাজিলিয়ান, এটা আমার কাছে অনেক গর্বের ও ভালোবাসার। আমার সব সময় স্বপ্ন ছিল ব্রাজিল জাতীয় দলের খেলা। আমি কখনোই (ব্রাজিলের) বিরুদ্ধে অবস্থান করিনি কিংবা করব না। যদি তারা (ব্রাজিল) খেলায়, মডেলিং প্রতিযোগিতায়, অস্কারে কিংবা অন্য যেখানেই প্রতিদ্বন্দ্বিতা করুক।’ 

নিজের দেশের ব্যাপারে নেইমারের অবস্থান শক্ত। যেকোনো পরিস্থিতিতেই তিনি সব সময় দেশের পক্ষে। অন্য ব্রাজিলিয়ানরা কে কীভাবে এটা দেখে, সেটি নিয়ে ভাবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘যেকোনো প্রতিযোগিতায় যদি ব্রাজিল থাকে, আমি সব সময়ই ব্রাজিলের পক্ষে। আমার মতো আর সব ব্রাজিলিয়ান কি বিষয়টাকে অন্যভাবে দেখেন? ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়।'
 
অন্যের পছন্দ-অপছন্দ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তাদের প্রতি সম্মান আছে নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘তবু তাদের (ব্রাজিলিয়ান হয়েও ব্রাজিলের বিপক্ষে অবস্থান যারা নেয়) আমি সম্মান করব। আগেও তাদের কখনো অসম্মান করিনি। তবে এটাও ঠিক, তাদের এই বিষয়টি আমি কখনই মানব না। সব সময় আমার অবস্থান থাকবে তাদের বিরুদ্ধেই।’

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট