হোম > খেলা > ফুটবল

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

আজকের পত্রিকা ডেস্ক­

হারের দুঃখ ভুলে আজ অনুশীলন করেছেন আফঈদারা। ছবি: বাফুফে

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৩২) চেয়ে ১৬ ধাপ এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত (১১৬)। নতুন বাংলাদেশের শুরুটা কেমন হবে তা একপ্রকার অনুমিত ছিল। কোচ পিটার বাটলারও অকল্পনীয় কিছু ভাবেননি।

গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক আফঈদা খন্দকার। ম্যাচে র‍্যাঙ্কিংয়ের যে প্রভাব ছিল, তা অস্বীকার করার উপায় নেই। তবে দুরত্ব ঠিক কতটকু তা ঠিকই আন্দাজ করে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক।

আফঈদা বলেন, ‘তারা কীভাবে খেলে সেটা আমরা আগে জানতাম না। তারা আসলে হাইপ্রেস করে না, আমরা যখন তাদের অর্ধে খেলি তখন প্রেস করে। তাই কিছুটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। তাদের সঙ্গে আমাদের দুরত্ব কতটুকু সেটা আমরা বুঝতে পারছি। এখন বাংলাদেশে গিয়ে সেভাবে অনুশীলন করব, যাতে করে আমরা আরও ভালো করতে পারি।’

অভিজ্ঞ ফুটবলাররা থাকলে হয়তো ফল ভিন্নও হতে পারত। কিন্তু জয় নয়, বাটলারের কাছে উন্নতিই গুরুত্বপূর্ণ। তাই কে কী বলবে, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে কোচ বলেন, ‘আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ (এই হারে) হাসবে এবং রসিকতা করবে...কিন্তু আমি সব সময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। আমি মনে করি এই সফরে জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’

আরব আমিরাতে ম্যাচের আগে বাংলাদেশ অনুশীলনের সময় পেয়েছে কেবল একদিন। তাই প্রস্তুতির ঘাটতি ছিল স্পষ্ট। বাটলার তা মেনে নিলেও আক্ষেপ করছেন না, ‘যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে, তারা বলতে পারবে...দলের পারফরম্যান্সে খুশি আমি।’

হারের দুঃখ ভুলে গতকালই অনুশীলন করে বাংলাদেশ। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে (২ মার্চ) ঘুরে দাঁড়াতে চান আফঈদা, ‘গত ম্যাচে যে ভুল হয়েছে, সেগুলো যেন পরের ম্যাচে না হয়। কোচ যে নির্দেশনা দেবেন, সেভাবেই খেলব। ইনশাল্লাহ ভালো খেলে জেতার চেষ্টা করব।’

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার