হোম > খেলা > ফুটবল

জোড়া গোল করে কেইন বললেন, কখনো হাল ছাড়বেন না

বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা হারাতে বসলেও হাল ছাড়ছেন না হ্যারি কেইন। বাভারিয়ানদের অবস্থা যা-ই হোক না কেন, ইংলিশ ফুটবল ছেড়ে বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই আলো ছড়াচ্ছেন সাবেক টটেনহাম অধিনায়ক। গত রাতেও পেয়েছেন জোড়া গোল। তাঁর নৈপুণ্যে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও ২-১ গোলে জিতেছে লাইপজিগের বিপক্ষে। 

এই মৌসুমে বুন্দেসলিগায় ২৫ গোল হয়ে গেল কেইনের, আর সব মিলিয়ে ৩১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। কিন্তু তার পরও প্রথমবার লিগ জিততে পারবেন কি ইংলিশ ফরোয়ার্ড? প্রিমিয়ার লিগে লম্বা ক্যারিয়ারে ব্যক্তিগত নৈপুণ্যের অনেক পুরস্কার জিতলেও দলীয় কোনো শিরোপা নেই। বায়ার্নে যোগ দিয়েছিলেন সেই অভাবটা পূরণ করতে। কিন্তু কেইন জার্মানিতে আসার পর বাভারিয়ানরা টানা ১১ মৌসুম পর লিগ হারাতে বসেছে।

তবে হাল ছাড়ছেন না কেইন। লাইপজিগের বিপক্ষে যোগ করা প্রথম মিনিটে দলের জয়সূচক গোলটি করে জানিয়ে দিয়েছেন, বায়ার্ন কখনো হাল ছাড়ে না। ম্যাচ শেষে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘যা করছি আমাদের তা করে যাওয়া প্রয়োজন। এই ম্যাচ জিতে ভালো হলো এবং বছর শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের দৌড়ানো প্রয়োজন। আমরা কখনো হাল ছাড়ব না, কখনো থামব না।’ 

এই জয়ে লিগে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে ৮-এ নামিয়ে আনল বায়ার্ন। দুই দলের আরও ১১ রাউন্ড করে বাকি। পাঁচে থাকা লাইপজিগের পয়েন্ট ২৩ ম্যাচে ৪০।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা