হোম > খেলা > ফুটবল

ভিনিসিয়ুসকে অপমানের ঘটনায় চার জন গ্রেপ্তার

রিয়াল মাদ্রিদে এসে যেন অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। বর্ণবাদী মন্তব্যের পাশাপাশি নানারকম অপমানও সহ্য করতে হচ্ছে তাঁকে। ব্রাজিলের এই স্ট্রাইকারকে অপমানের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ বছরের জানুয়ারির ঘটনা। ২৬ জানুয়ারি কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের দিন সকালে মাদ্রিদের এক হাইওয়েতে ভিনিসিয়ুসের ঝুলন্ত মূর্তি দেখা যায়। মূর্তির পেছনে ব্যানারে লেখা ছিল, ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’ তদন্ত করে এই ঘটনায় চার জনকে গ্রেপ্তারের কথা আজ নিশ্চিত করেছে স্প্যানিশ পুলিশ। এক অফিসিয়াল বিবৃতিতে লা লিগা বলেছে, ‘ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি ঘৃণা ও ভীতি ছড়ানোর তীব্র নিন্দা করছে লা লিগা। অতীতের মতো এবারও নিরাপত্তাবাহিনী দিয়ে তদন্ত করে দেখবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির চেষ্টা করবে।’ 

তার আগে গত রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভিনি। গত এক বছরে তিনি কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন এই ভিডিওতে। দর্শকদের স্লেজিং তো রয়েছেই। তাঁকে উদ্দেশ্য করে মাঠ থেকে ছোঁড়া হচ্ছে কলা। কৃষ্ণাঙ্গ বাঁদড়-এসব বলেও কটুক্তি করা হয়েছে। এমনকি তাঁর মৃত্যু কামনা করে গ্যালারি থেকে স্লোগান দেওয়া হয়েছে। তাঁকে নিয়ে ব্যঙ্গচিক্রও দেখা গেছে মাদ্রিদের রাস্তায়। আর সর্বশেষ ঘটনা গত পরশু মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদী আক্রমণের। এক দর্শক ভিনিসিয়ুসের উদ্দেশে কিছু বলার পর দর্শকের দিকে তেড়ে পাল্টা জবাব দেন ভিনি। দীর্ঘ সময় খেলা বন্ধ রাখা হয়। সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করার পাশাপাশি ভিনি বলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সবসময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণ সহ আছে। এমন আমি জিজ্ঞেস করব: কয়জন বর্ণবাদীর নাম এবং ছবি ওয়েবসাইটে এসেছে। এর সহজ উত্তর: শূন্য। এমন দুঃখজনক গল্পের কথা কাউকেই বলতে শুনিনি। অথবা সেই ভুয়া লোকদেরও ক্ষমা চাইতে হয়নি।’

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি