হোম > খেলা > ফুটবল

স্পেনকে হারিয়ে গ্রুপ সেরা মিসর

শেষ আট নিশ্চিত হয়ে গেছে আগেই। মিসরকে হারাতে পারলে হতো গ্রুপ সেরা। কিন্তু সেই কাজ করতে পারল না স্পেন। ফেবারিট হয়ে প্যারিস অলিম্পিকে আসা স্প্যানিশরা গ্রুপের শেষ ম্যাচে হেরেছে ২-১ গোলে।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে গেল মিসর। স্পেনের বিপক্ষে জোড়া গোল করেছেন ইব্রাহিম আদেল। ৪০ মিনিটে তাঁর দুর্দান্ত গোলে এগিয়ে যায় মিসর। তার মিনিট দুই আগে দুর্দান্ত এক ফ্রি কিক নিয়েও হতাশ হতে হয় স্পেনকে।

পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়া স্প্যানিশরা দ্বিতীয় গোল হজম করে ৬০ মিনিটে। এবারও চমৎকার ফিনিশিংয়ে স্কোরশিটে নাম লেখান আদেল। হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার। ৯৯ মিনিটে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।

নাটক জমে উঠে শেষ মুহূর্তে। ৮৯ মিনিটে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয় মিসরের। ১ মিনিট পর স্পেনের হয়ে একটি গোল শোধ দেন স্যামুয়েল ওমোরাডিওন। এরপর অতিরিক্ত আরও ১১ মিনিট খেলা চললেও সমতায় ফিরতে পারেনি তারা।

এই গ্রুপের আরেক ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডমিনিকান প্রজাতন্ত্র। মিসর যদি হেরে যেত আর ডমিনিকানরা জিতলে দুই দলের পয়েন্ট হতো সমান ৪। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যেত শেষ আটে।

অলিম্পিকে আজ রাতে শেষ আট নিশ্চিত করতে ‘বি’ গ্রুপে ইউক্রেনের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি