হোম > খেলা > ফুটবল

মেসির ১০ নম্বর জার্সিকে চাপ মনে করছেন না ফাতি

লিওনেল মেসি পরবর্তী যুগে গতকাল রোববার রাতে প্রথমবার বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন আনসু ফাতি। তাঁকে ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদও ছিল চূড়ায়। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরেই এখন নতুন করে স্বপ্ন বুনছে স্প্যানিশ ক্লাবটি। 

লেভান্তের বিপক্ষে ফাতি মাঠে নামার সময় ‘আনসু আনসু’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল গোটা ন্যু ক্যাম্প। সমর্থকদের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ৩২২ দিন পর মাঠে ফিরে দলের তিন গোলের শেষটি করেছেন এই ফরোয়ার্ড। বার্সার মূল দলে পথচলা শুরুতেই সতীর্থ হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসির মতো একজনকে। মাঝের ১০ মাসে অবশ্য বদলে গেছে চিত্র। মেসি বার্সা ছেড়েছেন। বার্সায় মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিটি উঠেছে ফাতির গায়ে। 

নিশ্চিতভাবেই ব্যাপারটা ফাতির জন্য বেশ সম্মানের। একই সঙ্গে চাপেরও বটে। তবে ফাতি জানালেন, তেমন কোনো চাপ অনুভব করছেন না তিনি। মেসির ১০ নম্বর জার্সি পরা আলাদা চাপের কি না এমন প্রশ্নে ফাতির উত্তর, ‘১০ নম্বর জার্সি চাপ নয়। লিওর পর এটি পরাটা সম্মানজনক। ক্লাব ও অধিনায়কদের ধন্যবাদ।’ 

মেসি চলে যাওয়ার পর নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সার। টানা তিন ম্যাচ হারের পর গতরাতে লেভান্তের বিপক্ষে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। চোট কাটিয়ে ফাতি ফেরায় নতুন করে আশা দেখছে বার্সা সমর্থকেরা। ফাতি বলেছেন, ‘আমি (দলের) আরও একজন সদস্য মাত্র। কোচ খেলার সুযোগ দিলে আমি দলকে সহায়তা করার চেষ্টা করব। আমি পরিশ্রম করে যাব। মৌসুম অনেক দীর্ঘ পথ। আমাদের সবকিছুর জন্য লড়াই করতে হবে।’ 

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ