হোম > খেলা > ফুটবল

বহুদিন পর ‘ঘরে’ ফিরেছেন ব্রাজিলের সেই ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিলের সাও পাওলোর হয়ে খেলবেন অস্কার। ছবি: সংগৃহীত

২০১৪ ব্রাজিল-জার্মানি সেমিফাইনালের ম্যাচ নিয়ে আলোচনা তো কম হচ্ছে না ১০ বছর ধরে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সে দলটির ভক্ত-সমর্থকদের অনেকে ‘সেভেন আপ’ বলে খেপান। দুঃসহ সেই ম্যাচের ফুটবলার অস্কার বহু দিন পর ফিরছেন ব্রাজিলে।

ব্রাজিলের ‘সিরি আ’-এর ক্লাব তিন বছরের চুক্তিতে অস্কার ফিরছেন বলে সাও পাওলো গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ঘরে ফিরতে পেরে ঘরের ছেলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। অস্কার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো ক্লাবে খেলতে পেরে খুশি। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। এখানেই ভিত্তি তৈরি হয়েছিল। বেড়ে উঠেছি এখানেই।’ ব্রাজিলের কোনো ক্লাবে সবশেষ অস্কার খেলেছেন ২০১২ সালে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত অস্কার খেলেছেন ব্রাজিলের ইন্টারনেসিওনাল ক্লাবে।

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচ খেলেছেন অস্কার। আন্তর্জাতিক ফুটবলে ১২ গোলের পাশাপাশি ১৫ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৪ সেমিফাইনালে বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন অস্কার। তিন বদলিসহ সেই ম্যাচে ব্রাজিলের ১৪ খেলোয়াড় মাঠে নেমেছিলেন।

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেছিলেন অস্কার। এরপর ২০০৮ থেকে ২০১০-এই দুই বছর মূল দলে ব্রাজিলের এই মিডফিল্ডার খেলেছিলেন। লম্বা একটা সময় কাটান চীনে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত সাংহাই পোর্টে খেলেন তিনি। চাইনিজ সুপার লিগের শিরোপা জিতেছেন তিন বার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে ২০৩ ম্যাচ খেলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার